সমকালীন প্রতিবেদন : মহম্মদ শামি কবে অস্ট্রেলিয়া যাবেন, তা নিয়ে ধোঁয়াশাই থেকে গেল। বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে খেলছিলেন শামি। বরোদার কাছে হেরে বাংলার টি-টোয়েন্টি অভিযান শেষ হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, টি-টোয়েন্টির পরই শামি অস্ট্রেলিয়া উড়ে যাবেন। কিন্তু আপাতত সেরকম কোনও পরিস্থিতি তৈরি হয়নি। শামি কবে অস্ট্রেলিয়া যাবেন, সেই ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই ট্রেনিং করবেন তিনি।
চোট কাটিয়ে ফিরে এসে রনজিতে বল করেছেন। তার পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ধারাবাহিকভাবে উইকেট তুলছেন শামি। এমনকী বাংলার হয়ে ব্যাট হাতেও ঝড় তুলেছেন। তবু অস্ট্রেলিয়ায় এখনই পাড়ি দেওয়া হচ্ছে না শামির। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি টেস্টের দীর্ঘ স্পেলের ধকল সামলাতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্নের সদুত্তর মেলেনি।
সেই সঙ্গে উঠে আসছে আরেকটি প্রসঙ্গও। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এবং অস্ট্রেলিয়ায় শামির খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রোহিত। তাঁর এই মন্তব্যে বেশ বিরক্তই হয়েছিলেন শামি। সম্প্রতি, মহম্মদ শামির প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা অ্যান্ডি রবার্টস। ভারতের সবচেয়ে সেরা বোলার বুমরাহ নয়, শামি বলে মনে করেন তিনি।
৭০-৮০ দশকের ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা পেসার ছিলেন অ্যান্ডি। তিনি জানান, হয়তো বুমরাহ শামির থেকে বেশি উইকেট নিয়েছেন ঠিকই, তবে শামি কমপ্লিট প্যাকেজ। তিনি দু’দিকেই বল সুইং করানোর ক্ষমতা রাখেন। রবার্ট জানান, এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে থাকা মহম্মদ সিরাজ শামির কাছাকাছিও না। তিনি মনে করছেন, শামির তাড়াতাড়ি ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়া উচিত। তবে আগামী টেস্টে তেমনটা হবে কিনা, তার উত্তর দেবে সময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন