Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

বনগাঁ শহরে আবারও শুরু হচ্ছে ম্যাজিক শো

 ‌

Magic-show

সমকালীন প্রতিবেদন : শীত পড়তেই শহরে হাজির ম্যাক শো। বনগাঁ শহরে আবারও শুরু হচ্ছে ম্যাজিক শো। বুধবার সন্ধ্যেয় হবে উদ্বোধন। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন ম্যাজিশিয়ান এস কুমার। আর এবারে তাঁর সঙ্গে ম্যাজিক দেখাবেন তাঁর স্ত্রী মায়াও।

মূলত ভিন রাজ্যের বাসিন্দা ম্যাজিশিয়ান এস কুমার প্রায় ২০ বছর ধরে ম্যাজিক দেখাচ্ছেন। বাবা সিনিয়র এস কুমারের কাছ থেকেই ম্যাজিকের হাতেখড়ি তাঁর।  এই ম্যাজিশিয়ান দলটি এই বঙ্গে ম্যাজিক দেখাচ্ছে আড়াই বছর ধরে। তাতে তাঁদের অভিজ্ঞতা, বাংলার দর্শক এবং বাংলার সংস্কৃতি যথেষ্ট ভালো।

ইন্টারনেটের যুগে এই প্রজন্মের একটা বড় অংশই মোবাইল বন্দি। এক ক্লিকেই ঘরে বসে সার্কাস, ম্যাজিক শো এর মতো বিনোদনমূলক অনুষ্ঠান দেখার সুযোগ থাকছে। তার কারণে কি সশরীরে হলে উপস্থিত হয়ে এইসব শো দেখার আগ্রহ হারাচ্ছে মানুষ ? ‌এই প্রশ্নের উত্তরে ম্যাজিশিয়ান এস কুমার কিছুটা একমত হলেও কিছু ভিন্নমতও আছে।

তাঁর কথায়, মানুষ এখন বেশি আরামপ্রিয় হয়ে গেছে। আগেরমতো নন এসি হলে বসে মানুষ আর ম্যাজিক দেখতে চায় না। মানুষের ব্যস্ততা বেড়েছে। তাই সময় অপচয় না করে অল্প সময়ের মধ্যে ম্যাজিকের পুরো আনন্দটা নিতে চায়। সেইভাবে ম্যাজিক শোকে না সাজালে সেই শো এর আগ্রহ থাকবে না। 

কর্মকর্তারা জানালেন, এবারের ম্যাজিক শোতে জীবন্ত ডাইনোসর সহ নানা চমকপ্রদ ম্যাজিক প্রদর্শিত হবে। তাঁদের ম্যাজিকে বেশকিছু অভিনবত্বও থাকবে বলে জানালেন তাঁরা। প্রতিদিন দুটি করে শো চলবে। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বুধবার এই শো এর সূচনা হচ্ছে। বৃহস্পতিবার দুটি করে শো সাধারণ দর্শকদের জন্য প্রদর্শিত হবে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন