Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

১৬ তম কালুপুর নাট্যোৎসব

 ‌

Kalupur-Drama-Festival

সমকালীন প্রতিবেদন : ‌বনগাঁর কালুপুরের উনাই নেতাজি সেবা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক বিভাগ হিন্দোলের আয়োজনে সম্প্রতি ৩ দিনের নাট্যোৎসব অনুষ্ঠিত হল।  এবারে কালুপুর নাট্যোৎসব ১৬ তম বর্ষ পা দিয়েছে। নাট্যোৎসবটি উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নারায়ণ চক্রবর্তী। 

হিন্দোল নাট্যসম্মাননা ২০২৪ প্রদান করা হয় যাত্রা শিল্পী সাধন চক্রবর্তী কে। উদ্বোধনী পর্যায়ে "celebration of womenhood " এই ভাবনার উপর রূপায়িত নৃত্যানুষ্ঠানের মাধ্যমে নাট্যমঞ্চ থেকে উচ্চারিত হয় নারী জাগরণের কথা। 

তিনদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল পাঁচটি নাট্যদল। কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের নাটক "মানময়ী গার্লস স্কুল", আরণ্যক থিয়েটারের নাটক "সূর্যসন্ধান", সাঁকো এর নাটক "প্রীতিলতার ডায়েরি", অন্তর্মুখ এর নাটক "নিশি যিপন" এবং হালিশহর ইউনিটি মালঞ্চের নাটক "নিশি কুটুম" দর্শকের কাছে সমাদৃত হয়। 

এছাড়াও, হিন্দোলের নিজস্ব পরিবেশনায় উপস্থাপিত হয় আরো তিনটি নাটক। শিশুদের "মহাবিদ্যা" এবং বড়দের "শ্বাপদ" ও "তবুও পৃথিবী ঘুরবে" দর্শকদের মন কাড়ে। নাট্যোৎসবের প্রথম দিন আন্ত:প্রাথমিক বিদ্যালয়  

দ্বিতীয় দিন আন্ত উচ্চ বিদ্যালয় নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট আটটি বিদ্যালয় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে নাট্যচর্চার অভ্যাস তৈরি করার জন্যই এই বিশেষ আয়োজন। সব মিলিয়ে শিল্পী ও দর্শকের আনন্দ সহাবস্থানে সফল হয় এই নাট্যোৎসব।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন