Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

গোলাপি বলে জ্বলে উঠতে পারলেন না বুমরাহ

 

Jasprit-Bumrah

সমকালীন প্রতিবেদন : জসপ্রীত বুমরাহ একা দায়িত্ব নিয়েছেন ভারতকে বর্ডার-গাভাসকর ট্রফি জেতানোর? নিশ্চিতভাবেই নয়। কিন্তু তাঁর মতো বিশ্বমানের বোলারের উপর ভারতীয় ফ্যানেদের প্রত্যাশা যেন একটু বেশিই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৩ ওভারে ৫টি মেডেন দেন বুমরাহ। নেন ৪টি উইকেট। 

তিনি ছাড়া মহম্মদ সিরাজ প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন। কিন্তু তারপরও কোথাও গিয়ে বুমরাহ যেন অপর প্রান্ত থেকে সঙ্গী পাচ্ছিলেন না। বাকি বোলারদের আরও দায়িত্ব নিতে হবে, এমনটাই মনে করছেন ভারত অধিনায়ক। একা বুমরাহর কাঁধে দলকে জেতানোর দায়িত্ব নেই। এমনটাই মনে করেন রোহিত। 

তাঁর কথায়, 'এই মুহূর্তে আমরা সিডনি নিয়ে ভাবছি না। আমাদের এখন ভাবতে হবে যে, ব্রিসবেনে কী করতে পারি। বুমরাহ টিমে রয়েছে, এটা খুবই ভালো। কিন্তু ও সব সময় দায়িত্ব নেবে তেমনটা নয়। আমরা সিরাজকে দেখলাম বুমরাহর সঙ্গে। যখন ও ৪টে উইকেট তুলে নিল, সেই সময় বোঝা যায় দায়িত্ব ভাগাভাগি হয়েছে। এমন সময় তো আসতেই পারে, যেখানে বুমরাহ উইকেট পেল না।' 

‌তাঁর আরও সংযোজন, 'তেমনটা হলে অন্যদের এগিয়ে আসতে হবে। সকলের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। আমরা ব্যাটিং গ্রুপেও এই আলোচনাটাই করি। এক্স, ওয়াই, জেডরা সব সময় রান করবে, তেমনটা নয়। দলের সকলকে এটা বুঝতে হবে। টেস্ট সিরিজ জিততে হলে সকলের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া প্রয়োজন। আমাদের টিমেও সেটাই করা হয়েছে।'

হর্ষিত রানার জায়গায় আকাশ দীপ এই টেস্টে খেললে কি কিছু পরিবর্তন হতে পারত? দিন-রাতের টেস্টের শেষে রোহিতকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, 'প্রথম টেস্টে ব্রেক থ্রু দিয়েছিল হর্ষিত রানা। আমি মনে করি না টিমে কোনও ক্রিকেটার যদি তেমন খারাপ পারফর্ম না করে, তা হলে তাঁকে একাদশ থেকে বাদ দেওয়া উচিত। এক ম্যাচ খেলিয়ে কাউকে জাজ করা ঠিক নয়।' 

রোহিত বলেন, 'আমাদের কাছে বিকল্প সব সময় রয়েছে। যদি পরের টেস্টে প্রয়োজন মনে হয় আমরা করতে পারি। প্র্যাক্টিস ম্যাচে রানা ৩-৪টে উইকেট নিয়েছিল। ছন্দে রয়েছে বলে মনে হচ্ছিল। ভালো ব্যাটারের কাছে পড়েছিল। ওর বড় মন রয়েছে। নিজেকে প্রমাণ করার ইচ্ছে রয়েছে। এই বিষয়গুলোকে সমর্থন করা দরকার। আত্মবিশ্বাস জোগানো দরকার।'‌ এখন এটাই দেখার যে, ব্রিসবেন টেস্টে কীভাবে কামব্যাক করে ভারত। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন