সমকালীন প্রতিবেদন : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের আগে ঘোর দুশ্চিন্তায় ভারতীয় শিবির। দলের দুই সিনিয়র ক্রিকেটার চোট পাওয়ায় আশঙ্কার কালো মেঘ টিম ইন্ডিয়ার আকাশে। শনিবার মেলবোর্নের নেটে অনুশীলনের সময় ডান হাতে চোট পান লোকেশ রাহুল। তাঁকে ফিজিওর শুশ্রুষা নিতে দেখা যায়। এবার রবিবার যে ছবি দেখা যায় এমসিজির নেটে, তা ভারতীয় সমর্থকদের দুশ্চিন্তায় ফেলবে নিশ্চিত।
এদিকে, রবিবার প্র্যাক্টিসের সময় বাঁ-হাঁটুতে চোট পান রোহিত শর্মা। ভারত অধিনায়ককে রীতিমতো যন্ত্রণাকাতর দেখায়। তাঁর হাঁটুর বাঁ-দিকে কালো স্পট লক্ষ্য করা যায়। আইস প্যাক ছোঁয়ানো মাত্রই রোহিতকে তা সরিয়ে দিতে দেখা যায়। বোঝাই যাচ্ছে যে, তিনি ব্যাথায় কাতর। পরে ভারত অধিনায়ককে দীর্ঘ সময় চোটের জায়গায় আইস প্যাক লাগিয়ে বসে থাকতে দেখা যায়।
তবে দুজনের মধ্যে ক্যাপ্টেনের চোট নিয়ে সবথেকে বেশি উদ্বিগ্ন দেখায় বিরাট কোহলিদের। একজোট হয়ে রোহিতের চোট কতটা গুরুতর, তা খতিয়ে দেখেন বিরাটরা। বক্সিং ডে টেস্ট শুরু হতে এখনও হাতে কয়েকদিন সময় রয়েছে। রোহিতকে যন্ত্রণাকাতর দেখালেও তাঁর হাঁটা-চলায় কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।
তাই মনে করা হচ্ছে, ক্যাপ্টেনের চোট গুরুতর নয়। যদিও বিসিসিআইয়ের তরফে এখনও রোহিতের চোট নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। পরে টিম ইন্ডিয়ার তারকা পেসার আকাশ দীপ অবশ্য রোহিতের চোট নিয়ে মন্তব্য করেন। তিনি সমর্থকদের এই বিষয়ে আশ্বস্ত করেন বলা যায়। আকাশ দীপ বলেন, ‘আপনি খেলতে নামলে চোট হবেই। এতে দুশ্চিন্তার কিছু নেই।’
যদিও, রোহিত শর্মা চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে এখনও নিজেকে পরিচিত ছন্দে মেলে ধরতে পারেননি। তবে লোকেশ রাহুল চলতি অস্ট্রেলিয়া সফরে অনবদ্য পারফর্ম্যান্স উপহার দিচ্ছেন। লোকেশ ৩টি ম্যাচের ৬টি ইনিংসে ব্যাট করে দলের হয়ে সব থেকে বেশি ২৩৫ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। তাই এই জোড়া দুঃসংবাদে আপাতত দিশেহারা টিম ইন্ডিয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন