Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

পার্থের বদলা অ্যাডিলেডে নিলো অস্ট্রেলিয়া, লজ্জার হার রোহিত শর্মাদের

 

India-loss-in-Test

সমকালীন প্রতিবেদন : ‌অ্যাডিলেড দুঃস্বপ্ন কাটাতে পারল না ভারতীয় ক্রিকেট দল। দিন-রাতের এই টেস্ট ম্যাচে দাপুটে পারফরম্যান্স করল ক্যাঙারুবাহিনী। এই ম্যাচে হারের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওঠার রাস্তাও টিম ইন্ডিয়ার সামনে বেশ কঠিন হয়ে গেল।এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। 

কিন্তু, গোলাপি বলের গতি এবং সুইংয়ের সামনে ভারতীয় ব্যাটাররা একেবারে এঁটে উঠতে পারেননি। মাত্র ১৮০ রানেই তারা অলআউট হয়ে যান। তবে প্রথম ইনিংসে ভারতীয় সাম্রাজ্য পতনের মূল কারণ অবশ্য মিচেল স্টার্কের বোলিং। পার্থ টেস্টে যে স্টার্কের বোলিংয়ে গতি নেই বলে স্লেজ করেছিলেন যশস্বী জয়সওয়াল, অ্যাডিলেডে তিনিই প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেন। এরমধ্যে যশস্বীর উইকেটও ছিল।

এরপর ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ভারতের তুলনায় বেশ ভাল পারফরম্যান্স করে। প্রথম ইনিংসে তারা ৩৩৭ রানের একটা বিশাল স্কোর খাড়া করে। ভাগ্য ভাল এটাই যে, দ্বিতীয় দিনের মধ্যেই অস্ট্রেলিয়াকে অলআউট করে দেয় টিম ইন্ডিয়া। দাপট দেখান ভারতীয় পেসাররা। জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ চারটে করে উইকেট শিকার করেন। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও টিম ইন্ডিয়া কার্যত মুখ থুবড়ে পড়ে। বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল কেউই বড় রান করতে পারলেন না। শুভমান গিল এবং ঋষভ পন্থ কিছুটা লড়াই করলেও, টিম ইন্ডিয়ার জয়ের নিরিখে তা পর্যাপ্ত ছিল না। তবে লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে নীতিশ রেড্ডি কিন্তু এই ম্যাচে যথেষ্ট নজর কাড়লেন। 

যতটুকু সুযোগ তিনি পেয়েছেন, তা কাজে লাগানোর চেষ্টা করলেন। বলা ভাল, তাঁর ব্যাটিংয়ের কারণে দ্বিতীয় টেস্টে ইনিংসে হার এড়াতে পারল রোহিত শর্মার দল। ১৭৫ রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৯ রান। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ১০ উইকেটে পরাস্ত হল। 

আগামী ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে তৃতীয় টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছে। ভারতীয় সময় অনুসারে ভোর ৫টা ৫০ মিনিটে এই ম্যাচ শুরু হবে। এখানে টিম ইন্ডিয়া লিড নিতে পারে কি না, সেটাই আপাতত দেখার।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন