Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

চতুর্থ টেস্ট হেরেও কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে ভারত?

 

India-lose-fourth-Test

সমকালীন প্রতিবেদন : চতুর্থ দিনের শেষে একটা সময় মেলবোর্ন টেস্টে জয়ের হাতছানি ছিল বিরাট কোহলি, রোহিত শর্মাদের সামনে৷ সেখান থেকে জয় তো দূরে থাক, ফের একবার ব্যাটিং ব্যর্থতায় মেলবোর্নে হারের মুখ দেখল টিম ইন্ডিয়া৷ ৩৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৫৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস৷ মেলবোর্নে ১৮৪ রানে জিতে ৫ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া৷ 

সিডনিতে শেষ টেস্টে এখন সিরিজ বাঁচানোর লড়াই টিম ইন্ডিয়ার সামনে৷ মেলবোর্নের হারে টিম ইন্ডিয়ার সামনে আরও ফিকে হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা৷ মেলবোর্ন টেস্টে জয়ের জন্য ভারতের সামনে ৩৪০ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া৷ কিন্তু জয় দূর অস্ত, ম্যাচ বাঁচাতে গোটা একটা দিনের কম সময়েও ব্যাটিং করতে পারলেন না ভারতের তারকা ব্যাটাররা৷ 

স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই প্যাভিলিয়নে ফিরে যান ভারতীয় ব্যাটিংয়ের তিন স্তম্ভ অধিনায়ক রোহিত শর্মা, কে এল রাহুল এবং বিরাট কোহলি৷ একা কুম্ভ হয়ে ভারতের হয়ে লড়াই চালালেন তরুণ যশস্বী জয়সওয়াল৷ দায়িত্বজ্ঞানহীন শট খেলার প্রবণতা ছেড়ে যশস্বীকে কিছুটা সঙ্গত দেওয়ার চেষ্টা করেছিলেন ঋষভ পন্থও৷ 

কিন্তু প্রথমে ঋষভ এবং তার পরে চাপের মুখে ফের একবার ব্যর্থ রোহিত শর্মা, বিরাট কোহলির মতো দলের সবথেকে সিনিয়র দুই ক্রিকেটার৷ প্রথম ইনিংসে শতরান করা নীতীশ রেড্ডিও ফেরেন মাত্র ১ রান করে৷ শেষ দিনে ৩৪০ রান তাড়া করা যে কঠিন, তা বুঝেই দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানোর লক্ষ্যেই শুরু করেন রোহিত এবং জয়সওয়াল৷ 

যদিও ভারতীয় ইনিংসের ১৭ তম ওভারে ৪০ বল খেলে মাত্র ৯ রান করে প্যাট কামিন্সের বলে আউট হন রোহিত৷ ফলে ভারত অধিনায়কের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরাল হল৷ ভারতের বিপদ বাড়িয়ে ওই ওভারেরই শেষ বলে শূন্য রানে কে এল রাহুলকেও ফিরিয়ে দেন কামিন্স৷ এর পর ২৯ বলে ৫ রান করে মিচেল স্টার্কের বলে ফিরে যান বিরাট কোহলিও৷ 

শেষ উইকেটে নাথান লায়নের সঙ্গে গুরুত্বপূর্ণ ৬১ রানের পার্টনারশিপ গড়ার পর বল হাতেও অস্ট্রিলেয়ার হয়ে নজর কাড়লেন স্কট বোল্যান্ড৷ অধিনায়ক প্যাট কামিন্সের মতো তিনিও নিলেন ৩ উইকেট৷ ২ উইকেট তুলে নিলেন নাথান লায়ন ৷ সব মিলিয়ে ব্যাটিং ব্যর্থতার নাগপাশে বন্দি টিম ইন্ডিয়া। সামনে রাস্তা এখন বড্ড কঠিন। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন