সমকালীন প্রতিবেদন : অনুমোদিত জায়গা থেকে সরিয়ে আইসিডিএস সেন্টার অন্য এলাকায় করার প্রতিবাদ জানিয়ে সেন্টার তৈরির কাজ বন্ধ করে দিলেন গ্রামের ক্ষুদ্ধ বাসিন্দারা। তাঁদের দাবি, যেই এলাকায় এই সেন্টার হওয়ার কথা ছিল, সেই এলাকাতেই করতে হবে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানা গেছে, বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর গ্রামের জামদাপাড়ায় একটি আইসিডিএস সেন্টার ছিল। ২০০০ সালের বন্যায় সেই সেন্টারটি ক্ষতিগ্রস্থ হয়ে যায়। আর তারপর থেকে একটু একটু করে আরও বেহাল হয়ে পনে। ফলে একসময় সেই সেন্টারটি চালানোর উপযুক্ত থাকে না। এই অবস্থায় স্থানীয়রা এই এলাকায় একটি নতুন আইসিডিএস সেন্টার তৈরির দাবি তোলেন।
সেই দাবিমতো এই এলাকায় একটি নতুন আইসিডিএস সেন্টার তৈরির উদ্যোগ নেয় বনগাঁ পঞ্চায়েত সমিতি। এরজন্য প্রয়োজনীয় টাকাও অনুমোদন হয়। আর তারপর কাজ শুরু হয়। এদিকে, কাজ শুরু হওয়ার সময় ওই এলাকার বাসিন্দারা দেখেন, তাদের এলাকার পরিবর্তে আইসিডিএস সেন্টারটি পাশের একটি পাড়ায় হচ্ছে। এই ঘটনায় তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তাঁদের বক্তব্য, যে এলাকায় আইসিডিএস সেন্টারটি তৈরি করার জন্য অনুমোদিত হয়, তার বদলে স্থানীয় জনপ্রতিনিধি নিজের ইচ্ছেমতো অন্যত্র সেটি তৈরি করার উদ্যোগ নিয়েছেন। এতে এই এলাকার মানুষের সমস্যা হবে। আর তারজন্য প্রতিবাদে নামের এলাকার মানুষ। প্রতিবাদস্বরুপ এদিন তাঁরা আইসিডিএস সেন্টার তৈরির কাজ বন্ধ করে দেন।
এব্যাপারে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য জানান, যে এলাকায় নতুন আইসিডিএস সেন্টারটি হওয়ার কথা ছিল, জায়গার অভাবে সেখানে করা সম্ভব হয় নি। কেউ জায়গা দিতে রাজী হন নি। আর তাই বাধ্য হয়ে অন্য জায়গায় আইসিডিএস সেন্টারটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার মানুষ যদি এখনও জায়গার ব্যবস্থা করেন, তাহলে সেখানেই এই আইসিডিএস সেন্টারটি নির্মাণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন