Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

র‍্যাংকিংয়ে এক নম্বরে জশপ্রীত, নিচে নেমে গেলেন রোহিত শর্মা

 

ICC-ranking

সমকালীন প্রতিবেদন : পার্থে দাপটের সঙ্গে জিতে গোলাপি বল টেস্টে গিয়ে মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। অ্যাডিলেডে ১০ উইকেটে হারের ধাক্কা যেন টিম ইন্ডিয়ার প্রত্যেক খেলোয়াড়কে বয়ে বেড়াতে হচ্ছে। এদিকে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়েও পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। ফর্মের মধ্যে নেই রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এবার আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়েও বড়সড় ধাক্কা খেলেন ভারতের দুই তারকা ব্যাটার। দুজনেই অনেকটা পিছিয়ে পড়লেন টেস্ট র‍্যাঙ্কিংয়ে। তবে বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জশপ্রীত বুমরাহ।

পিঙ্ক বল টেস্টে ওপেন করার বদলে ৬ নম্বরে নেমেছিলেন রোহিত শর্মা। কিন্তু তাতেও রানে ফেরা হয়নি। দুই ইনিংস মিলিয়ে সংগ্রহ মাত্র ৯ রান। অন্যদিকে, বিরাট প্রথম ইনিংসে করেছিলেন ৭ রান, দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ১১। তারই প্রভাব পড়ল আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে। বিরাট পতন ঘটল দুজনেরই। এদিন যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে ভারত অধিনায়ক রয়েছেন ৩১তম স্থানে। পিছিয়ে গিয়েছেন ৫ ধাপ। 

আর বিরাট একধাক্কায় পিছিয়ে গিয়েছেন ৬ ধাপ। ১৪তম স্থান থেকে বর্তমানে তাঁর র‍্যাঙ্কিং ২০। ভারতীয়দের মধ্যে প্রথম দশে আছেন মাত্র দুজন। দিন-রাতের টেস্টে ব্যর্থ হয়েও চতুর্থ স্থান ধরে রেখেছেন যশস্বী। অন্যদিকে, নবম স্থানে আছেন ঋষভ পন্থ। সতীর্থ জো রুটকে সরিয়ে শীর্ষে উঠে এলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। 

বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন বুমরাহ। অ্যাডিলেডেও তিনি চার উইকেট পেয়েছেন। একধাপ নেমে পঞ্চম স্থানে নেমে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। সেই জায়গা দখল করেছেন প্যাট কামিন্স। তবে অলরাউন্ডারদের মধ্যে প্রথম ও তৃতীয় স্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা ও অশ্বিন। এবার টিম ইন্ডিয়ার লক্ষ্য পরের টেস্টে ঘুরে দাঁড়ানো। 

কিন্তু তার আগে অনেকগুলো প্রশ্ন জমে রয়েছে। বুমরাহ, সিরাজের পর তৃতীয় পেসার কে হবেন? ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিনকে খেলিয়ে দেখা হয়ে গিয়েছে। কেউই সাফল্য পাননি। গাব্বায় স্পিনার কে হবেন, সে প্রশ্নও থেকে যাচ্ছে। তিন পেসার, এক স্পিনারে যাবে টিম, নাকি চার পেসার দেখা যাবে? এই প্রশ্নও থাকছে। সব মিলিয়ে রোহিতের কাঁধে এখন বড় দায়িত্ব। নিজে এবং টিমের ফিরে আসার কাজটা করে দেখাতে পারবেন? সেটা সময়ই বলবে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন