Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বনগাঁ পুরসভার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

 ‌

Health-check-up-camp

সমকালীন প্রতিবেদন : ‌বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থা মনিপাল হাসপাতালের মাধ্যমে বনগাঁ এলাকার বহু রোগী পরিষেবা পেয়েছেন। তারমধ্যে অধিকাংশই হৃদরোগ সংক্রান্ত। এর অন্যতম উদ্যোক্তা বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ। আর তাই এবার ওই হাসপাতাল কর্তৃপক্ষ পুরপ্রধানকে সম্মানিত করলো। শনিবার বনগাঁর নীলদর্পন হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান প্রদান করা হলো।

এদিন পুরসভার উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেখানে মনিপাল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা:‌ সৌম্য পাত্র, ডা: অরিজিৎ দত্ত, ডা: সঞ্জয় দাস ঠাকুর এবং ক্যানসার বিশেষজ্ঞ ডা: সঞ্চয়ন মন্ডল, পুষ্পেন্দু দাস, প্রদীপ দাস উপস্থিত ছিলেন। এদিন পুরসভা এলাকার শতাধিক মানুষ বিনামূল্যে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান।

অনুষ্ঠানে উপস্থিত ডা: সৌম্য পাত্র বলেন, গত কয়েক বছরে বনগাঁ এলাকা থেকে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমাদের হাসপাতাল থেকে ২৮৭১ জন রোগী চিকিৎসা পরিষেবা পেয়েছেন। আর এর জন্য পুরপ্রধান গোপাল শেঠের ভূমিকা গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি, এই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা: অরিজিৎ দত্ত বনগাঁ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত রোগীদের বিনা পারিশ্রমিকে মাঝেমধ্যে পরিষেবা দেবেন বলেন তিনি এদিন জানান।

বনগাঁ পুরসভার পক্ষ থেকে মনিপাল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছে, যেটির দেখাশোনা করবে বনগাঁ পুরসভা। এব্যাপারে ডা:‌ সৌম্য পাত্র বিশেষভাবে উদ্যোগী হবেন বলে জানান। কলকাতার নিউ টাউনের এইচসিজি হাসপাতালের ক্যানসার রোগ বিশেষজ্ঞ ডা: সঞ্চয়ন মন্ডল জানান, বনগাঁ এলাকার মানুষদের তাঁদের হাসপাতালের মাধ্যমে যতটা সহযোগিতা করার, তা তাঁরা করবেন।

পুরপ্রধান গোপাল শেঠ এব্যাপারে বলেন, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কলকাতার অনেক বড় বড় হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। এখন থেকে ক্যানসার আক্রান্ত রোগীরাও এই কার্ডের মাধ্যমে পরিষেবা পাবেন। এব্যাপারে কলকাতার একাধিক হাসপাতাল মানবিকভাবে এগিয়ে এসেছেন। এদিন পুরসভার পক্ষ থেকে চিকিৎসকদের বিশেষভাবে সম্মানিত করা হয়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন