সমকালীন প্রতিবেদন : দাবায় ইতিহাস গড়লেন গুকেশ ডোম্মারাজু। গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে সবথেকে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের নজির গড়লেন ভারতীয় তারকা। গুকেশ যেদিন বিশ্ব চ্যাম্পিয়ন হলেন, সেদিন তাঁর বয়স হল ১৮ বছর ৮ মাস ১৪ দিন। সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু কাসপারভ প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ২২ বছরে। অর্থাৎ গুকেশ যে মাইলস্টোনটা তৈরি করলেন, সেটা যে অনেকদিন টিকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
সিঙ্গাপুরে বিশ্বচ্যাম্পিয়নের তকমার সঙ্গে আর্থিক পুরস্কারও পেলেন গুকেশ। কত টাকা জিতলেন তিনি? বিশ্ব চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য ২৫ লক্ষ ডলার। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিটি ক্ল্যাসিকাল ম্যাচ জেতার জন্য পাওয়া যায় ২ লক্ষ ডলার করে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা। গুকেশ মোট তিনটি ম্যাচ জেতেন।
ফলে তিনি ৬ লক্ষ ডলার, অর্থাৎ প্রায় ৫ কোটি ৭ লক্ষ টাকা জিতে নেন। অন্যদিকে, দু’টি ম্যাচ জেতেন লিরেন। ফলে তিনি পান ৩ কোটি ৩৮ লক্ষ টাকা। মোট পুরস্কার মূল্যের মধ্যে দুই প্রতিযোগী ১০ লক্ষ ডলার জিতে নেন। বাকি ১৫ লক্ষ ডলার তাঁদের দু’জনের মধ্যে ভাগ হয়ে যায়। ফলে, গুকেশের মোট প্রাপ্তি ১৩.৫ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা।
বৃহস্পতিবার কালো ঘুঁটিতে খেলা ছিল গুকেশের। সাধারণত যিনি সাদা ঘুঁটিতে খেলেন, তিনি কিছুটা এগিয়ে থাকেন। গুকেশ যদিও এর আগে লিরেনকে কালো ঘুঁটি নিয়ে হারিয়েছেন। বৃহস্পতিবার জিততেই গুকেশকে কাঁদতে দেখা যায়। আবেগ ধরে রাখতে পারেননি তিনি। লিরেন যদিও নিজের ভুল বুঝতে পেরেছিলেন।
সেই ভুলের খেসারত দিতে হল চিনের প্রতিযোগীকে। গ্যারি কাসপারভ ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাঁর রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন গুকেশ। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন তিনি। তাঁর এই কীর্তি মনে রাখবে দেড়শো কোটির ভারতবর্ষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন