Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

ভরদুপুরে বনগাঁয় বিধায়কের মায়ের সোনার হার কেপমারি

 ‌

Gold-chain-Capemarie

সমকালীন প্রতিবেদন : ‌প্রকাশ্য দিবালোকে বিধায়কের মায়ের গলার হার কেপমারির ঘটনা ঘটলো। ভরদুপুরে বনগাঁ শহরের জনবহুল রাস্তার মোড় থেকে এমন ঘটনা ঘটে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। এব্যাপারে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা।

জানা গেছে, এদিন দুপুর ১ টা নাগাদ বনগাঁর বাটা মোড় এলাকায় একাই ওষুধ কিনতে এসেছিলেন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার মা, বছর ৭৫ বয়সের বৃদ্ধা অহল্লা কীর্তনীয়া। রাস্তার একটি ধার দিয়ে তিনি হেটে যাচ্ছিলেন। এই সময় দুই যুবক লাল রঙের মোটর বাইকে করে সেখানে হাজির হয়।

অপরিচিত যুবকেরা মোটর বাইকে বসেই ওই বৃদ্ধার সঙ্গে নিজে থেকে আলাপ করতে থাকে। এক ব্যক্তির নাধ করে বলে যে, তারা তার ছেলে। কিন্তু বৃদ্ধা জানান যে, ওই নামের ব্যক্তিকে তিনি চেনেন না। এরপর ওই যুবকদের একজন বৃদ্ধার গলা থেকে মোটা সোনার চেন খুলে একটি জল ভরা শিশির ভেতরে ঢুকিয়ে দেয়।

বৃদ্ধা নিষেধ করা সত্ত্বেও তারা একপ্রকার জোর করে সোনার হারটি ওই শিশির ভেতরে ভরে সেখান থেকে মুহূর্তের মধ্যে বাইক চালিয়ে চলে যায়। বৃদ্ধা কিছু বুঝে ওঠার আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই দুই কেপমার। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন ওই বৃদ্ধা। এরপর তিনি জামাইকে সঙ্গে নিয়ে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ কেপমারদের সন্ধান চালাচ্ছে।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন