সমকালীন প্রতিবেদন : শেষ পর্যন্ত ড্র হল বৃষ্টিবিঘ্নিত গাব্বা টেস্ট। পঞ্চম দিনেও বাধা হয়ে দাঁড়াল ব্রিসবেনের আবহাওয়া। জয়ের জন্য ভারতের লক্ষ্য ছিল ২৭৫ রান। ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৮ রান করে টিম ইন্ডিয়া। তারপরই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ম্যাচ ড্র বলে ঘোষণা করেন আম্পায়াররা।
ব্রিসবেনে প্রথম দিন থেকেই ভুগিয়েছে বৃষ্টি। শেষদিনও তার পিছু ছাড়ল না। পঞ্চমদিন জয়ের জন্য ২৭৫ রান করতে হত ভারতকে। রোহিতরা জয়ের জন্য ঝাঁপাবে, নাকি টেস্ট ড্র করেই সন্তুষ্ট থাকবে, সেটাও দেখার বিষয় ছিল। কিন্তু সেটা দেখার আর সুযোগ মিলল না। খারাপ আবহাওয়া তো ছিল, সঙ্গে ছিল বজ্রপাতের আশঙ্কা। সব মিলিয়ে সময়ের বেশ খানিকটা আগেই ম্যাচ ড্র ঘোষণা করে দেওয়া হয়।
তাই পাঁচ ম্যাচের এই বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ আপাতত ১-১ ব্যবধানেই দাঁড়িয়ে রয়েছে। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার রাস্তা ভারতের সামনে অনেকটাই কঠিন হয়ে গেল। তবে গাব্বা টেস্ট ড্রয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার রাস্তা ভারতের সামনে অনেকটা কঠিন হয়ে গেল।
গাব্বা টেস্টে যদি টিম ইন্ডিয়া জিততে পারত, তাহলে একটা সরাসরি ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হত। কিন্তু, বৃষ্টির কারণে সেই সম্ভাবনা আপাতত হাতছাড়া হয়েছে। এই ম্যাচটা ড্র হয়ে ভারতের জয়ের শতকরা হার ৫৭.২৯ থেকে ৫৫.৮৮ হয়ে গেল।
সেই কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানেই দাঁড়িয়ে থাকতে হবে টিম ইন্ডিয়াকে। প্রথম এবং দ্বিতীয় স্থানে যথাক্রমে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে বাকি দুটো ম্যাচের মধ্যে ভারতকে আর একটাও হারলে চলবে না।
বড় জোর, টিম ইন্ডিয়া একটা ম্যাচ ড্র করতে পারে। কিন্তু তারপরেও কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের দরজা খুলবে ইন্ডিয়ার সামনে। এই উত্তর আসলেই দেবে সময়, পরিস্থিতি ও সমীকরণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন