সমকালীন প্রতিবেদন : সফল মহিলা স্বর্ণ ব্যবসায়ী হিসেবে বিশেষ পুরস্কারে সম্মানিত হলেন বনগাঁর স্বর্ণ ব্যবসায়ী কনিকা সিনহা। কলকাতায় আয়োজিত পঞ্চম বেঙ্গল জুয়েলারী সামিট অনুষ্ঠানে এই বিশেষ পুরস্কার তুলে দেন আয়োজকেরা। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির অধিনে থাকা স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে এই প্রথম কোনও মহিলা স্বর্ণ ব্যবসায়ী এই পুরস্কার পেলেন।
কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে শুরু হয়েছে তিনদিনের বেঙ্গল জুয়েলারী সামিট। এবছর এই সামিট পঞ্চম বছরে পড়ল। পূর্ব ভারতের সর্ববৃহৎ এই জুয়েলারী প্রদর্শনী শুরু হয়েছে ৩০ নভেম্বর। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। রাজ্যে স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত খুচরো এবং পাইকার ব্যবসায়ীদের পাশাপাশি কারিগরেরাই কেবলমাত্র এই সামিটে অংশ নিতে পারেন।
মেলা প্রাঙ্গনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা হাজির হন। তৈরি হয় স্টল। সেখানে স্বর্ণ ব্যবসার ক্ষেত্রে আধুনিক কোন কোন ধরনের টুলস ব্যবহার করা হচ্ছে, গয়না তৈরির ক্ষেত্রে নতুন কি ধরনের ডিজাইন এসেছে, সেইসব প্রদর্শিত হয়। বসে আলোচনাচক্র। সফল স্বর্ণ ব্যবসায়ীদের সম্মানিত করা হয়। আর এই সামিটের মাধ্যমে উপকৃত হন রাজ্যের স্বর্ণ ব্যবসায়ী এবং কারিগরেরা।
প্রতি বছর এই সামিটে তিনজন করে সফল স্বর্ণ ব্যবসায়ীকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। এবারে সেই ৩ জন পুরস্কার প্রাপকের মধ্যে একজন বনগাঁর স্বর্ণ ব্যবসায়ী কনিকা সিনহা। শনিবার অনুষ্ঠান মঞ্চ থেকে তাঁর হাতে এই 'দুর্গা' সম্মান তুলে দেওয়া হয়। এই পুরস্কার পেয়ে আপ্লুত কনিকা সিনহা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতাপ্রকাশ করেন। তিনি বলেন, এই পুরস্কার তাঁকে আরও এই ব্যবসার প্রতি আগ্রহী করে তুলবে।
বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রাজ্য সাধারণ সম্পাদক টগর পোদ্দার বলেন, 'আমরা চাই, কলকাতায় তৈরি সোনার গয়না আগামীদিনে আরও বেশি করে বিদেশে রপ্তানি হোক। আর তাতে এই রাজ্যের বিশেষ করে কলকাতার স্বর্ণ ব্যবসায়ীদের পাশাপাশি স্বর্ণশিল্পীদের কাজ বাড়বে। তাঁদের মুখে হাসি ফুটবে, তাঁদের পরিবারগুলি সমৃদ্ধ হবে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন