Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের রাসেল মিথ্যা পরিচয়ে হয়ে গেল ভারতের রাহুল

 

False-identity

সমকালীন প্রতিবেদন : ‌বাংলাদেশের রাসেল মন্ডল রাতারাতি হয়ে গেল ভারতের রাহুল মন্ডল। শুনতে অবাক লাগলেও অসাধু চক্রের মাধ্যমে নকল বাবা সাজিয়ে জাল ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে রীতিমতো ভারতীয় সেজে বসবাস শুরু করে এক বাংলাদেশি যুবক। অবশেষে বাগদা থেকে পুলিশের হাতে ধরা পড়ল এই বাংলাদেশি যুবক।

পুলিশ সূত্রে খবর, রাসেল মন্ডল আদপে বাংলাদেশের যশোর জেলার চৌগাছা এলাকার বাসিন্দা। ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানা এলাকায় তার পরিচিত লোক রয়েছে। আর সেই সুযোগকে কাজে লাগায় সে। বছর দুয়েক আগে সে দালাল মারফত চোরাপথে ভারতে ঢোকে। আর আশ্রয় নেয় বাগদার দুর্গাপুর গ্রামের বাসিন্দা মাসুদ মন্ডলের বাড়িতে।

সেখানে থাকতে থাকতেই মাস চারেক আগে মাসুদ মন্ডলকে বাবা পরিচয় দিয়ে বাংলাদেশের রাসেল মন্ডল নিজেকে ভারতের রাহুল মন্ডল হিসেবে পরিচয় দিয়ে অসাধু চক্রের মাধ্যমে নিজের নামে নকল ভোটার পরিচয়পত্র, আধার কার্ড ইত্যাদি তৈরি করে ফেলে এই বাংলাদেশি যুবক।

রবিবার বিশেষ সূত্রে এই খবর পেয়ে মাসুদের বাড়িতে হানা দিয়ে রাহুল ওরফে রাসেল মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। একইসঙ্গে নিজেকে রাসেলের বাবা হিসেবে মিথ্যা পরিচয় দেওয়ার অভিযোগে তাকেও গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুজনকেই সোমবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। নকল পরিচয়পত্র তৈরির ব্যাপারে কারা যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন