Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

অত্যাচারের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসা পরিবার পুলিশের হাতে

 

Escape-from-Bangladesh

সমকালীন প্রতিবেদন : ‌সংখ্যালঘু হওয়ায় অত্যাচারের ভয়ে বাংলাদেশ থেকে পরিবার নিয়ে চোরাপথে পালিয়ে ভারতে এসেছিলেন। আশ্রয় নিয়েছিলেন আত্মীয়বাড়িতে। কিন্তু শেষরক্ষা হলো না। বিশেষ সূত্রে তাদের খবর পৌঁছে যায় পুলিশের কাছে। আত্মীয়বাড়ি থেকেই পুলিশ ধরে নিয়ে গেল অসহার ওই পরিবারের তিনজনকে।

হিংসার আগুনে অশান্ত বাংলাদেশ। হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সন্ধ্যে নামতেই অত্যাচার নেমে আসছে সেদেশের সংখ্যালঘুদের উপর। অসহায় অবস্থায় পড়ে সেখানে বেঁচে থাকাটাও কঠিন হয়ে পড়ছে। এই অবস্থায় ভয়ে, আতঙ্কে বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন অনেকে। 

আর সেভাবেই বাংলাদেশের গোপালগঞ্জ এলাকা থেকে পরিবার নিয়ে পালিয়ে চোরাপথে ভারতে এসেছিল একটি পরিবার। আশ্রয় নিয়েছিল বনগাঁ থানার চামড়াকুটি এলাকার এক আত্মীয় বাড়িতে। কিন্তু শেষরক্ষা হলো না। বিশেষ সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে বনগাঁ আদালতে পাঠালো।

বেআইনি অনুপ্রবেশের অভিযোগে বনগাঁ থানার পুলিশ এক দম্পতি সহ ধৃত তিনজনকে বৃহস্পতিবার বনগাঁ আদালতে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম গীতা মন্ডল, ভবসিন্ধু মন্ডল এবং সুদীপ মন্ডল। এব্যাপারে বনগাঁ আদালতের সরকারি আইনজীবী সমীর দাস জানান, ভারতের আইন অনুযায়ী অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।





 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন