Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

ঘরোয়া টুর্নামেন্টে আগুন ফর্মে নাইট তারকারা

 

Domestic-tournament

সমকালীন প্রতিবেদন : আইপিএল ২০২৫-এর আগে জাতীয় টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফির মঞ্চে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেন। নিজ নিজ আইপিএল দলকে সকলে আশ্বস্ত করতে পেরেছেন এমনটা নয়। তবে কেকেআরের ঘরোয়া ক্রিকেটারদের প্রত্যেকেই মুস্তাক আলির মঞ্চে কম-বেশি অবদান রেখেছেন নিজেদের। 

দেখে নেওয়া যাক এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কলকাতা নাইট রাইডার্সের যে ১০ জন খেলোয়াড় লড়াইয়ে নামেন, তাঁদের ব্যক্তিগত পারফর্ম্যান্স কেমন। ঘরোয়া টুর্নামেন্টে সবথেকে ভালো খেলেছেন নাইটদের সম্ভাব্য ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে। মুম্বইয়ের হয়ে ৯টি ম্যাচের ৮টি ইনিংসে ব্যাট করতে নামেন অজিঙ্কা। ৫৮.৬২ গড়ে সংগ্রহ করেন টুর্নামেন্টের সব থেকে বেশি ৪৬৯ রান। 

তিনি ৫টি ইনিংসে হাফ-সেঞ্চুরি করেন। এই ৫টি ইনিংসের মধ্যে আবার ৩টি ইনিংসে শতরানের দোরগোড়া থেকে ফিরতে হয় রাহানেকে। এই টুর্নামেন্টে ভালো খেললেন রিঙ্কু সিংও। উত্তরপ্রদেশের হয়ে ৯টি ম্যাচের ৮টি ইনিংসে ব্যাট করে ৬৯.২৫ গড়ে ২৭৭ রান সংগ্রহ করেন রিঙ্কু। হাফ-সেঞ্চুরি করেন ১টি। স্ট্রাইক-রেট ১৫২.১৯। 

অংকৃষ রঘুবংশীও ভালো খেললেন এই টুর্নামেন্টে। মুম্বইয়ের হয়ে ৪টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৮.০০ গড়ে ৮৪ রান সংগ্রহ করেন অংকৃষ। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৪১ রানের। স্ট্রাইক-রেট ১৩৩.৩৩। এদিকে, মণীশ পান্ডে কর্ণাটকের হয়ে ৫টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৯.২৫ গড়ে ১১৭ রান সংগ্রহ করেছেন। 

বেঙ্কটেশ আইয়ারও ভালো খেলেছেন এই টুর্নামেন্টে। মধ্যপ্রদেশের হয়ে ১০টি ম্যাচের ৯টি ইনিংসে ব্যাট করতে নেমে ৫৬.৭৫ গড়ে ২২৭ রান সংগ্রহ করেছেন বেঙ্কটেশ আইয়ার। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৩৮ রানের। স্ট্রাইক-রেট ১৬৩.৩০। এবার আইপিএল-এ এইসব তারকারা কেমন খেলেন সেদিকেই নজর থাকবে ভক্তদের। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন