Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

বনগাঁ-শিয়ালদা রেললাইনে ফাটল

 ‌

Crack-in-the-railway-line

সমকালীন প্রতিবেদন : ট্রেন লাইনে ধরা পরল ফাটল। আর তার জেরে বন্ধ রইলো ট্রেন চলাচল। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে শিয়ালদা–বনগাঁ রেল শাখার বনগাঁ স্টেশন এর কাছেই।

জানা গেছে, এদিন সকাল পৌনে দশটা নাগাদ বনগাঁ স্টেশনের অদূরেই শিয়ালদা–বনগাঁ রেল শাখায় ফাটল লক্ষ্য করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

এরপরেই রেললাইন মেরামতের কাজে হাত দেন রেলের কর্মীরা। দ্রুততার সঙ্গে রেললাইন মেরামতির কাজ চলতে থাকে। প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায় ফাটল মেরামতি করতে। 

এক ঘন্টা সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকার পর মেরামতির কাজ শেষ করে অবশেষে এই রেল শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। সাতসকালেই এইভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়ে যান এই শাখার রেলযাত্রীরা।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন