Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে খুনের হুমকি

 ‌

College-student-threatened

সমকালীন প্রতিবেদন : ‌পথেই আলাপ। আর পথেই প্রেমের প্রস্তাব। কিন্তু সেই প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীর উপরে নেমে এলো শারীরিক নির্যাতন। এমনকি  খুনের হুমকিও দেওয়া হল। এমনই অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে। বনগাঁ থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

পুলিশ এবং পরিবার সূত্রে জানা গেছে, সকালে প্রাইভেট টিউশনে ‌যাতায়াতের পথেই বনগাঁর টবাজার এলাকার বাসিন্দা উৎপল বন্দ্যোপাধ্যায় নামে এক যুবকের সঙ্গে কিছুদিন আগে আলাপ হয় ওই কলেজ ছাত্রীর। ছাত্রীর কথা অনুযায়ী, ওই যুবকের প্রেমিকা নয়, বন্ধু হিসেবে সম্পর্ক রাখতে চেয়েছিলেন। কিন্তু ওই যুবক কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়ায় তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 

আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে ওই যুবক। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকালে প্রাইভেট টিউশন থেকে ওই ছাত্রী যখন বনগাঁর ত্রিকোণ পার্ক এলাকা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন, তখন তার পথ আটকায় ওই যুবক। সে তখন হুমকির সুরে বলে যে, তার প্রেমের প্রস্তাবে রাজি না হলে ওই ছাত্রীকে খুন করা হবে। ঘটনার সময় তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। 

এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই ছাত্রী। গোটা ঘটনার কথা বাড়িতে জানালে ছাত্রীর মা ওই যুবকের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। রবিবার তাকে বনগাঁ আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের আসল বাড়ি মুম্বাইতে। কাজের সূত্রে সে বনগাঁর টবাজার এলাকায় ভাড়া থাকে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন