সমকালীন প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এখনও অনেক দেরি। রিটেনশন, মেগা অকশন অবশ্য সম্পন্ন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গুছিয়ে নিয়েছেন। কোন দলে কে ক্যাপ্টেন হবেন, সেটাও অনেকটাই নিশ্চিত। হাতে গোনা দু-একটি ফ্র্যাঞ্চাইজির শুধু সরকারি ঘোষণা বাকি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তারকা প্লেয়ারদের কাছে যেমন আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে, তেমনই রয়েছে ঘরোয়া ক্রিকেটেও নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ।
ভারতীয় ক্রিকেটারদের অনেকেই সদ্য সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন। এবার বিজয় হাজারে ওয়ান ডে ট্রফি। শনিবার শুরু বিজয় হাজারে ট্রফি। খেলবেন কেকেআরের তারকা রিঙ্কু সিংও। তাঁর কাঁধে এবার আরও বড় দায়িত্ব। কলকাতা নাইট রাইডার্স এবার ছয় জন প্লেয়ারকে রিটেন করেছিল। তখন থেকেই জল্পনা, রিঙ্কু সিংকে ক্যাপ্টেন করা হতে পারে।
মেগা অকশনের পর অবশ্য চিত্রটা বদলেছে পরপর। মেগা অকশনের প্রথম দিন ভেঙ্কটেশ আইয়ারের জন্য অলআউট ঝাঁপিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তখন মনে করা হয়েছিল, তাঁকেই ক্যাপ্টেন করার পরিকল্পনা নাইটদের। নিলামের দ্বিতীয় দিন অজিঙ্ক রাহানের মতো অভিজ্ঞ ব্যাটারকে নিয়েছে কেকেআর। তারপরই লড়াইটা ত্রিমুখী হয়ে দাঁড়িয়েছে। ক্যাপ্টেন্সিতে এগিয়ে অজিঙ্ক রাহানেই।
তবে রিঙ্কু কিংবা ভেঙ্কটেশের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে রিঙ্কুর সাম্প্রতিক ঘটনাবলী। উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগে এবার নেতৃত্ব দিয়েছিলেন রিঙ্কু সিং। বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের নেতৃত্বে থাকছেন রিঙ্কু। সে কারণেই মনে করা হচ্ছে, তাঁর ক্যাপ্টেন্সি মনিটর করা হবে এবং কেকেআরের ভাবনাতেও থাকবে। রিঙ্কু সিং নিজে বলছেন, কেকেআরের ক্যাপ্টেন্সি নিয়ে ভাবছেন না। ১৩ কোটিতে রিটেন করা হয়েছে রিঙ্কুকে।
তাঁর স্পষ্ট বক্তব্য, "আমি এখন থেকেই কেকেআরের নেতৃত্ব নিয়ে বাড়াবাড়ি কিছু ভাবতে চাইছি না। আমার এখন একমাত্র নজর উত্তরপ্রদেশ দলে। আমরা ফের ট্রফি জিততে চাই। শেষবার এই ট্রফি আমরা জিতেছিলাম ২০১৫-১৬ সালে।" কিন্তু গুঞ্জন তো থামছে না। রিঙ্কুর পারফরম্যান্স কেকেআরকে ভরসা জুগিয়েছে। এখন তিনি বলও করছেন। সব মিলিয়ে নাইটদের নেতা হওয়ার অন্যতম দাবিদার রিঙ্কু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন