সমকালীন প্রতিবেদন : আইপিএল শুরু হতে এখনও বাকি প্রায় তিন মাস। এবার নতুন অধিনায়ক বেছে নিতে হবে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে। কারণ, গতবারের অধিনায়ক এখন অন্য দলে। তাই এখন মনে করা হচ্ছে অজিঙ্কা রাহানে অথবা ভেঙ্কটেশ আইয়ারের মধ্যে একজন নেতৃত্বের দায়িত্ব পাবেন।
তবে কেকেআর কর্তৃপক্ষের চিন্তা বাড়িয়ে দৌড়ে ঢুকে পড়লেন রিঙ্কু সিংও। কারণ, তিনি এবার ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা নিয়ে ঢুকে পড়ছেন দলে। গতবার ট্রফি জেতানো অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ধরে রাখতে পারেনি কেকেআর। জেড্ডার নিলামেও তাঁকে কিনতে পারেননি বেঙ্কি মাইসোরেরা।
নতুন দলে নেই ২০২৩ সালে নেতৃত্ব দেওয়া নীতীশ রানাও। স্বাভাবিকভাবেই আগামী মরসুমে নতুন অধিনায়ক বেছে নিতে হবে কেকেআরকে। দৌড়ে রয়েছেন অভিজ্ঞ রাহানে এবং ২০২৩ সালের সহ-অধিনায়ক ভেঙ্কটেশ। কিন্তু হঠাৎ করেই নেতৃত্বের দৌড়ে ঢুকে পড়লেন রিঙ্কু।
কেকেআর কর্ণধার শাহরুখ খানেরও অন্যতম প্রিয় ক্রিকেটার রিঙ্কু। আসলে মঙ্গলবার বিজয় হাজারে ট্রফির জন্য দল ঘোষণা করেছে উত্তরপ্রদেশ। সেই দলে নীতীশ ছাড়াও ভুবনেশ্বর কুমার, শিবম মাভির মতো ক্রিকেটার থাকলেও অধিনায়ক করা হয়েছে রিঙ্কুকে।
উত্তরপ্রদেশের অধিনায়ক হিসাবে সাফল্য পেলে রিঙ্কু নিশ্চিতভাবে কেকেআরের নেতৃত্ব পাওয়ারও দাবিদার হয়ে উঠবেন। যা চিন্তা বৃদ্ধি করতে পারে কেকেআর কর্তৃপক্ষকে। ভারতের একদিনের দলে জায়গা পাওয়ার জন্য বিজয় হাজারে ট্রফিকে বেছে নিতে চাইছেন রিঙ্কু।
দেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হলেও একদিনের দলে এখনও জায়গা নিশ্চিত নয় তাঁর। আগামী জানুয়ারিতে সাদা বলের সিরিজ খেলতে ভারতে আসবে ইংল্যান্ড। সেই সিরিজের দলে জায়গা করে নেওয়াই লক্ষ্য রিঙ্কুর। তাই প্রস্তুতিতে কোনও ফাঁক রাখেননি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন