Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

বনগাঁ, গাইঘাটায় কচ্ছপ বিক্রির বিরুদ্ধে অভিযান

 ‌

Campaign-against-turtle-sales

সমকালীন প্রতিবেদন : ‌খোলা বাজারে কচ্ছপ বিক্রির বিরুদ্ধে বিশেষ অভিযান চালালো বন দপ্তর। বুধবার বনগাঁ এবং গাইঘাটা থানা এলাকার ৩টি বাজারে এই অভিযান চালিয়ে প্রচুর জীবিত এবং মৃত কচ্ছপ উদ্ধার করেছে বন দপ্তর। গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।

এখন বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী কচ্ছপ। আর তাই এই প্রাণীকে বাঁচিয়ে রাখতে কচ্ছপ ধরা বা বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই কাজ যারা করবে, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে শাস্তি দেওয়ার বিধি রয়েছে।

তবে বাস্তবে এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই একশ্রেণীর অসাধু ব্যক্তি খোলা বাজারে এই কচ্ছপ বিক্রি করে আসছে। বিশেষ করে শীতকালে কচ্ছপের মাংসের চাহিদা বেশি থাকে। আর তাই এইসময় কচ্ছপ বিক্রির প্রবনতা বেশি থাকে।

জানা গেছে, মূলত ভিন রাজ্য থেকে চোরাপথে এই কচ্ছপগুলি এই রাজ্যে ঢোকে। এরপর রাজ্যের বিভিন্ন বাজারে তা ছড়িয়ে পড়ে। আর সেখানেই সরকারি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে খোলা বাজারে অহরহ বিক্রি হয় এই কচ্ছপ। কিছু মানুষ এই কচ্ছপের মাংস কিনতে মুখিয়ে থাকে।

বুধবার এব্যাপারেই বিশেষ অভিযান চালায় রাজ্য বন দপ্তরের বনগাঁ শাখা। এদিন সকালে বনগাঁর নিউ মার্কেট, ট বাজার এবং গাইঘাটার পাঁচপোতা বাজারে আলাদা আলাদাভাবে বিশেষ অভিযান চালান বন দপ্তরের আধিকারিকেরা।

আর এই অভিযানেই উদ্ধার হয় প্রায় ২০০টি জীবিত কচ্ছপ এবং তার সঙ্গে প্রচুর পরিমানে মৃত কচ্ছপ। আর কচ্ছপ বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করা হয় বনগাঁর বাসিন্দা তাপস হালদার, সুব্রত হালদার এবং গাইঘাটার বাসিন্দা অঞ্জলি মাঝি নামে ৩ জনকে। তাদের বিরুদ্ধে বন দপ্তরের বিশেষ ধারায় মামলা দায়ের করা হয়েছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন