Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

‌অবশেষে খাঁচাবন্দি হলো বাঘিনি জিনত

Caged-tigress-Zeenat

সমকালীন প্রতিবেদন : বন দফতর অবশেষে বাঘিনি জিনতকে ধরতে পারলো। সাত দিন ধরে বনকর্তাদের নাকানি-চোবানি খাওয়ানোর পর রবিবার দুপুরে বাঁকুড়ার জঙ্গলে ধরা পড়ল ওড়িশা থেকে আসা জিনাত। শনিবারই তাকে বার বার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। অবশেষে সেই ঘুমপাড়ানি গুলিতেই কাবু হয় জিনাত। রবিবার তার সন্ধন মেলে জঙ্গলে।

শনিবার সকালে পুরুলিয়ার জঙ্গল থেকে বাঁকুড়ার রানিবাঁধ থানার গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল জিনত। অবস্থান নি‌শ্চিত হওয়ার পরেই ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘিনিকে কাবু করার বন্দোবস্ত শুরু করে বন দফতর। বার কয়েক গুলি ছোড়াও হয়েছিল। কিন্তু তাতে কাজ হয়নি। আবার জঙ্গলেই কোথাও লুকিয়ে পড়েছিল বাঘিনি। এর পর গোটা জঙ্গল ঘিরে ফেলে জায়গায় জায়গায় আগুন লাগিয়ে জ়িনতকে খাঁচাবন্দি করার কৌশল নেওয়া হয়েছিল। সেই কৌশলেই সাফল্য আসে। অবশেষে বনকর্মীদের জালে ধরা পড়ে বাঘিনি।

বন দফতর সূত্রে খবর, এদিন বিকেল ৪টে নাগাদ জিনাতকে লক্ষ্য করে আবারও ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল। কমিয়ে আনা হয়েছিল জাল দিয়ে ঘিরে রাখা জায়গাও। সেই গুলিতেই কাবু হয় বাঘিনি। পরে তাকে পাকড়াও করে আনা হয়। বাঘিনিটি ওড়িশা থেকে আসার পর এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল। বন দফতর জিনতকে ধরার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করেছিল, যার মধ্যে অগ্নিসংযোগও ছিল। এটাই ছিল সেই কৌশল যাতে বাঘিনির অবস্থান চিহ্নিত করা যায় এবং তাকে নিরাপদে আটকানো সম্ভব হয়।

১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের জিনতকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল। সেখানে কয়েকদিন ঘেরাটোপে রেখে পর্যবেক্ষণের পরে রেডিয়ো কলার পরিয়ে ২৪ নভেম্বর তাকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছিল। আর তারপরেই ঝাড়খণ্ডের দিকে হাঁটা দেয় জিনত। 

কয়েকদিন ঝাড়খণ্ডে ঘুরে চাকুলিয়া রেঞ্জের রাজাবাসার জঙ্গল পেরিয়ে চিয়াবান্ধি এলাকা থেকে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার অন্তর্গত কাটুচুয়া জঙ্গলে ঢুকে পড়ে সে। তার পর ঝাড়গ্রাম থেকে বাঘিনি পৌঁছে যায় পুরুলিয়ার জঙ্গলে। শনিবার সকালে তার আস্তানা বদলে সে পৌঁছয় বাঁকুড়ার রানিবাঁধ থানার গোঁসাইডিহি গ্রামে।

শনিবার ভোরে আলো ফুটতেই বদলে যায় বাঘিনির অবস্থান। বন দফতর তখন বলে, জিনাতের গলায় থাকা রেডিও কলার থেকে জানা গিয়েছে শনিবার সকাল ১০টা নাগাদ বাঁকুড়ার রানিবাঁধ থানার গোপালপুর গ্রামের জঙ্গলে রয়েছে সে। 

বাঘিনি জিনাতকে বাগে আনতে নাকানিচোবানি দশা হয় বনদফতরের বাঘা বাঘা কর্তাদের। অবশেষে শেষ হল 'বাঘবন্দি খেলা'। জঙ্গলমহলের সফর শেষে খাঁচাবন্দি বাঘিনি। বাঁকুড়ার গোঁসাইডিহিতে বাগে এল জিনাত। আপাতত তাকে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন