Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

অস্ট্রেলিয়ার মাটিতে জশপ্রীত বুমরাহ লিখে ফেললেন নতুন ইতিহাস

 

Bumrah-writes-new-history

সমকালীন প্রতিবেদন : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে ভারতের সেরা বোলার হিসেবে সামনে এসেছেন তিনি। ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও বল হাতে কখনও রোহিত শর্মাকে নিরাশ করেননি তিনি। সেই যশপ্রীত বুমরাহ এবার ব্রিসবেনে এক বড়সড় নজির গড়লেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৬টি উইকেট নিয়ে দুর্দান্ত এক ব্যক্তিগত মাইলস্টোন ছুঁয়ে ফেলেন জশপ্রীত বুমরাহ। 

দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নেওয়ার সুবাদে কিংবদন্তি কপিল দেবকে টপকে অনবদ্য এক ব্যক্তিগত নজির গড়েন তিনি। এলিট লিস্টে কপিল দেবকে পিছনে ফেলে এক নম্বরে উঠে আসে জশপ্রীত বুমরাহর নাম। ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে জশপ্রীত বুমরাহ ২৮ ওভার বল করেন। ৯টি মেডেন ওভার নেন তিনি। ৭৬ রান খরচ করে বুমরাহ তুলে নেন ৬টি উইকেট। 

টেস্ট কেরিয়ারে বুমরাহ এই নিয়ে মোট ১২ বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। দ্বিতীয় ইনিংসে তিনি ৬ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট সংগ্রহ করেন। অর্থাৎ, গাব্বায় দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি উইকেট নেন বুমরাহ। আর এই সুবাদে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ৫০টি উইকেট নেওয়ার মাইলস্টোন ছুঁয়ে ফেলেন বুমরাহ। 

কপিল দেবের পর ভারতের দ্বিতীয় বোলার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ৫০ উইকেটের মাইলস্টোনে পৌঁছন তিনি। দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নেওয়ার পথে কপিলকে টপকে অস্ট্রেলিয়ার মাটিতে সব থেকে বেশি টেস্ট উইকেট নেওয়া ভারতীয় বোলারে পরিণত হন জশপ্রীত। জশপ্রীত বুমরাহ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নিয়ে মোট ১০টি টেস্টে মাঠে নামেন। তিনি ১০টি টেস্টই খেলেছেন অস্ট্রেলিয়ায়। 

ঘরের মাঠে এখনও পর্যন্ত অজিদের বিরুদ্ধে কোনও টেস্ট ম্যাচ খেলেননি বুমরাহ। তিনি এই ১০টি টেস্টের ২০টি ইনিংসে বল করে সাকুল্যে ৫৩টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ায় মোট ৩ বার ইনিংসে ৫ উইকেট নেন জশপ্রীত। এদিকে, কপিল দেব নিজের বর্ণোজ্জ্বল কেরিয়ারে অস্ট্রেলিয়ার মাটিতে মোট ৫১টি টেস্ট উইকেট নিয়েছেন। 

সুতরাং, এই নিরিখে কপিলকে টপকাতে দ্বিতীয় ইনিংসে বুমরাহর দরকার ছিল মোটে ২টি উইকেট। তিনি গাব্বার দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নিয়ে অনায়াসে কপিলকে পিছনে ফেলে দেন। সেই সুবাদে ভারতীয় বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সব থেকে বেশি টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড নিজের দখলে নিলেন বুমরাহ। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন