Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

রানে ফিরলেন আইপিএল-এ কম বয়সের কোটিপতি বৈভব সূর্যবংশী

 

Billionaire-Vaibhav-Suryavanshi

সমকালীন প্রতিবেদন : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়া। জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে ১৩ বছরে কোটিপতি হয়ে শিরোনামে এসেছিলেন বৈভব সূর্যবংশী। সেই তিনিই ভারতকে টুর্নামেন্টের শেষ চারে তুলতে সাহায্য করলেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে হারের ধাক্কা আগেই কাটিয়েছে ভারতের ছোটরা। 

পাকিস্তানের কাছে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ হেরেছিলেন আমন-আয়ুষরা। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় ভারত। জাপানের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২১১ রানের বিরাট ব্যবধানে জেতে ভারত। এবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ১০ উইকেটে জিতলেন বৈভব-আয়ুষরা। ব্যাট হাতে ৬৭ রানের অপরাজিত ইনিংসের পাশাপাশি ১ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন আয়ুষ মাহত্রে।

শারজায় টস জিতে প্রথমে ভারতের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আমিরশাহি। যুধাজিৎ-চেতনদের দাপুটে বোলিংয়ের সুবাদে ৪৪ ওভারে ১৩৭ রানে অল আউট হয় আমিরশাহি। আয়ানদের দলের হয়ে সর্বাধিক স্কোর মহম্মদ রায়ানের। আমনের ভারতকে আমিরশাহি ১৩৮ রানের টার্গেট দিয়েছিল। তা ১৬.১ ওভারেই পূরণ করে ফেলেন বৈভবরা। 

দুই ওপেনারকে ক্রিজ থেকে টলাতে পারেননি আমিরশাহির বোলাররা। আয়ুষ মাহত্রে ৬৭ অপরাজিত থাকেন।  আর বৈভব ৭৬ রানে নট আউট। উল্লেখ্য, নিলামের আগেই আলোচনায় উঠে এসেছিল বিহারের কিশোর ব্যাটারের নাম। নিলামের তালিকায় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ছিল বৈভবই। তার ন্যূনতম দাম ছিল ৩০ লাখ টাকা। 

নিলামের সঞ্চালিকা মল্লিকা সাগর বৈভবের নাম ঘোষণা করতেই আগ্রহ দেখান দিল্লি কর্তৃপক্ষ। তাদের সঙ্গে টাকার যুদ্ধে নামে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। রাজস্থানকে নিলামে নেতৃত্ব দেন কোচ রাহুল দ্রাবিড় নিজে। দিল্লির হাতে সেই সময় ছিল ২ কোটি ২৫ লাখ টাকা। ১৮ জন ক্রিকেটারকে নেওয়া ছিল তাদের। 

অন্যদিকে, রাজস্থানের হাতে ছিল ৩ কোটি ৫০ লাখ টাকা। তাদের কেনা হয়েছিল ১৬ জন ক্রিকেটার। তুলনায় বেশি টাকা হাতে থাকায় সম্ভবত ভবিষ্যতের লগ্নি হিসাবে এগিয়ে যান রাজস্থান কর্তৃপক্ষ। তাঁরা ১ কোটি ১০ লাখ টাকা দাম দিতেই লড়াই থেকে সরে যেতে বাধ্য হয় দিল্লি। তাতেই নতুন ইতিহাস তৈরি হল আইপিএলে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন