সমকালীন প্রতিবেদন : হোয়াইটওয়াশের পর যখন ধুঁকছে টিম ইন্ডিয়া, তখন একের পর এক সুখবর এল ভারতীয়দের সাজঘরে। কারণ, দক্ষিণ আফ্রিকা সফরের পারফর্ম্যান্সের নিরিখে ব্যক্তিগত আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিরাট উন্নতি করেছেন তিলক বর্মা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংরা। যদিও আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে কয়েকজন ভারতীয় তারকা পিছনে হেঁটেছেন উল্লেখযোগ্যভাবে।
তবে সব থেকে চমকপ্রদ বিষয় হল, অভাবনীয় লাফ দিয়ে টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় সরাসরি প্রথম তিনে ঢুকে পড়েছেন তিলক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের টি-২০ সিরিজের আগে তিলক বর্মার ব্যক্তিগত টি-২০ ব়্যাঙ্কিং ছিল ৭২। তিনি পরপর ২টি ম্যাচে সেঞ্চুরি করার সুবাদে আইসিসি টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে পৌঁছে গিয়েছেন।
অর্থাৎ, ব্যক্তিগত বিশ্বব়্যাঙ্কিংয়ে ৬৯ ধাপ উন্নতি করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে আইসিসি ব়্যাঙ্কিংয়ে এমন অভাবনীয় লাফ দিতে দেখা যায়নি কোনও ভারতীয় তারকাকে। অর্থাৎ, আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী তিলক এই মুহূর্তে বিশ্বের তৃতীয় সেরা টি-২০ ব্যাটার। এদিকে, হার্দিক পান্ডিয়া ২০ ওভারের ক্রিকেটে বিশ্বের সেরা অল-রাউন্ডারের সিংহাসন দখল করেছেন।
হার্দিক দক্ষিণ আফ্রিকা সফরের আগে টি-২০ অল-রাউন্ডারদের তালিকার তৃতীয় স্থানে ছিলেন। যার অর্থ অল-রাউন্ডারদের ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করেছেন হার্দিক। তিনি লিয়াম লিভিংস্টোনের কাছ থেকে সেরার মুকুট ছিনিয়ে নেন। লিভিংস্টোন দুই ধাপ পিছিয়ে টি-২০ অল-রাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে পৌঁছে যান।
দ্বিতীয়স্থানে রয়েছেন নেপালের দীপেন্দ্র সিং আইরি। টি-২০ অল-রাউন্ডারদের তালিকার অক্ষর প্যাটেল রয়েছেন ১৩ নম্বরে। অন্যদিকে, টি-২০ বোলারদের তালিকায় অর্শদীপ সিং উঠে এসেছেন ৯ নম্বরে। নিজের অবস্থানে ৩ ধাপ উন্নতি করেছেন তিনি। এক ধাপ পিছিয়ে ৮ নম্বরে অবস্থান করছেন রবি বিষ্ণোই।
১০ ধাপ উন্নতি করে ১৩ নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল। বরুণ চক্রবর্তী টি-২০ বোলারদের তালিকায় ৩৬ ধাপ উন্নতি করে ২৮ নম্বরে চলে এসেছেন। চার ধাপ নেমে ২৯ নম্বরে রয়েছেন কুলদীপ যাদব। ৫ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে রয়েছেন জশপ্রীত বুমরাহ। এদিকে, টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ পিছিয়ে চার নম্বরে চলে গিয়েছেন সূর্যকুমার যাদব।
টি-২০ ব্যাটসম্যানদের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। দ্বিতীয়স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। এক ধাপ পিছিয়ে ৮ নম্বরে রয়েছেন যশস্বী জয়সওয়াল। ১ ধাপ পিছিয়ে ১৫ নম্বরে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। সঞ্জু স্যামসন ১৭ ধাপ উঠে এসে ২২ নম্বরে অবস্থান করছেন। সব মিলিয়ে এখন এটাই বলা যায় যে, টেস্টে ধুঁকলেও টি-২০ ক্রিকেটে এখন রীতিমতো রাজ করছে টিম ইন্ডিয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন