সমকালীন প্রতিবেদন : পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংস বাদ দিলে ভারতীয় দল ব্যাটিংয়ে বলার মতো কিছু করতে পারেনি। মাঝে দুটো টেস্ট চলে গেলেও ব্যাটিং ইউনিট ব্যর্থ হয়। সেই ব্যাটিং ইউনিট ঘুরে দাঁড়ায় মেলবোর্ন টেস্টে। যশস্বী জয়সোয়াল ওপেন করতে নেমে রান পেলেও সেটাকে বড় রানে নিয়ে যেতে পারলেন না। সৌজন্যে ভুল কল ও রান আউট।
এরপর একই ছবি বিরাট কোহলির ক্ষেত্রেও। পুরোনো রোগে আউট হলেন তিনি। শেষের দিকে পাঁচ ওভারে তিনটে উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের শেষে ব্যাকফুটে ভারত। মেলবোর্নে প্রথম দিনটা অস্ট্রেলিয়া শেষ করে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান নিয়ে। এরপর ভারত অস্ট্রেলিয়াকে অলআউট করে ৪৭৪ রানে।
রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়াকে দেখে সমর্থকরা আশা করেছিলেন যে, ভারত ভালো পারফর্ম করতে পারবে। সেটা শুরুও হয়েছিল। যশস্বী জয়সোয়াল দাপটের সঙ্গে ব্যাটিং করে রান করেন। কিন্তু দ্রুতগতিতে রান তুলতে গিয়ে তিনি আউট হন। ওভারের শেষ বলে যশস্বী মিডঅনের দিকে একটি স্ট্রেট ড্রাইভ করেন ও সঙ্গে সঙ্গে রানের জন্য দৌড়ন।
অপরপ্রান্তে থাকা বিরাট কোহলি রানের জন্য দৌড়ননি। ফলে সহজেই যশস্বীকে রান আউট করে দেয় অস্ট্রেলিয়া। ৮২ রানে ফেরেন তিনি। তবে তিনি যেই ছন্দে ছিলেন, তাতে তিনি সেঞ্চুরি করতে পারতেন। এরপর ফেরেন বিরাট কোহলি, সেই পুরোনো রোগে আউট হলেন। স্কট বোল্যান্ডের আউটসাইড অফের বলে ব্যাট চালাতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন। ৩৬ রান করে আউট হন।
নৈশপ্রহরী হিসাবে নামা আকাশও ১৩ বলের বেশি খেলতে পারেননি। রোহিতের সেই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে পারে। প্রায় ২৫ মিনিট খেলা বাকি থাকতেও কেন নৈশপ্রহরী নামাল ভারত? ব্যাটারদের আত্মবিশ্বাস এতটাই তলানিতে যে, দিনের শেষ কয়েকটা ওভারও খেলতে পারবেন না?
শেষ পর্যন্ত যদিও ঋষভ পন্থ এবং জাডেজাকে নামতেই হয়। দিনের শেষে ভারত ১৬৪ রানে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে। কারণ, এই টেস্টে এক জন ব্যাটার কম খেলাচ্ছে তারা। প্রথম একাদশ বাছাইয়ের সেই ভুলের খেসারত না দিতে হয় অধিনায়ক রোহিতকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন