Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

শুরু হয়েছে বনগাঁ চারুকলা উৎসব

 ‌

Bangaon-Fine-Arts-Festival

সমকালীন প্রতিবেদন : ‌চারুকলা মেলার মাধ্যমে বনগাঁর প্রতিভাবান শিল্পীদের জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করে বনগাঁ চারুকলা পর্ষদ। এতে নতুন শিল্পীরা উৎসাহিত হন। এই উৎসব নতুনদের এই শিল্পকর্মে আরও বেশি করে আগ্রহী করে তোলা, এমনই মনে করেন চারুকলা উৎসব আসা দর্শকেরা। আগামীতেও এই প্রচেষ্টার ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে বলেই মনে করছেন সংগঠনের সদস্যরা।

শীতের মরসুমে প্রতিবারের মতো এবারেও বনগাঁর টাউন হল ময়দানে শুরু হয়েছে চারুকলা উৎসব। বনগাঁ চারুকলা পর্ষদ আয়োজিত এই চারুকলা মেলা এবছর ২৬ তম বর্ষে পা দিল। এবছর প্রায় ৪ হাজার ছবি মেলায় স্থান পেয়েছে। তারমধ্যে ৩ হাজার ছাত্রছাত্রীদের। বাকি ৮০০ টি ছবি শিক্ষকদের। ২৬ ডিসেম্বর থেকে এই উৎসব শুরু হয়েছে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

বনগাঁ চারুকলা পর্ষদের সম্পাদক শঙ্কর মন্ডল জানান, চিত্রের পাশাপাশি ভাস্কর্য, হস্তশিল্পও এই মেলায় স্থান পেয়েছে। চারুকলা পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন শিল্পীকে সম্মানিত করা হয়। এছাড়াও, বয়স অনুযায়ী বিভিন্ন বিভাগ করে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন ছিল। চিত্রশিল্পের সঙ্গে যুক্ত বনগাঁর ১৬টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে।   







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন