Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

আয়ুষ, বৈভবের দাপটে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারে ইন্ডিয়া

 

Asia-Cup

সমকালীন প্রতিবেদন : ১৩ বছরের বৈভব সূর্যবংশীর দাপুটে ব্যাটিংয়ের সুবাদে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল মহম্মদ আমানের দল। প্রথমে ব্যাট করে ১৭৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ২১.৪ ওভারে ৩ উইকেটে ১৭৫ রান করে ফাইনালের টিকিট পাকা করে ফেলে ভারতীয় দল। 

১৭৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে শুরু করেন ভারতীয়রা। আয়ুষ মাত্রে ২৮ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। অন্য ওপেনার বৈভব আরও বিধ্বংসী মেজাজে ছিল। ১৩ বছরের বিহারের ব্যাটার ৩৬ বলে করল ৬৭ রান। ৬টি চার এবং ৫টি ছক্কা এল ১ কোটি ১০ লাখ টাকার ব্যাটারের ব্যাট থেকে। 

প্রতিযোগিতার প্রথম দু’টি ম্যাচে তেমন রান না পাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল বৈভবকে। ১৩ বছরের কিশোর আবারও ব্যাট হাতে প্রমাণ করে দিল রাহুল দ্রাবিড়েরা তাঁর উপর বিনিয়োগ করে ভুল করেননি। এছাড়াও, ভাল ব্যাট করলেন সি আন্দ্রে সিদ্ধার্থ, আমান এবং কেপি কার্তিকেয়।

এই ম্যাচে শ্রীলঙ্কাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৬.২ ওভারে করে মাত্র ১৭৩ রান। অলআউট হয়ে যায় তারা এই রান করে। ভারতের হয়ে তিনটে উইকেট নেন চেতন শর্মা। দুটি করে উইকেট নেন কিরণ চোরমালে, আয়ুষ মাত্রে। একটি করে উইকেট নেন যুধাজিৎ গুহ ও হার্দিক রাজ।

ব্যাট হাতে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি রান করেন লাকভিন। তিনি করেন ৬৯ রান। দ্বিতীয় সর্বাধিক রান করেন শারুজান। টুর্নামেন্টের ওপর সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে গেল পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দল করে ৩৭ ওভারে ১১৬ রান। সর্বোচ্চ ফারহান ইউসুফের ৩২। 

বল হাতে নজর কাড়লেন বাংলাদেশের ইকবাল হোসেন ইমন। ২৪ রানে ৪ উইকেট তাঁর। জবাবে ২২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান করে বাংলাদেশ। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন অধিনায়ক আজিজুল হাকিম। তিনি ৪২ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ফাইনাল ম্যাচটি হবে ৮ ডিসেম্বর, রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে। সেদিকেই নজর থাকবে দুই দলের সমর্থকদের। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন