Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

অভিমানে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন নাইট তারকা?

 

Ankit-Rajput

সমকালীন প্রতিবেদন : ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন পেসার অঙ্কিত রাজপুত। মাত্র ৩১ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন এই পেসার। আইপিএলে যথেষ্ট চেনা মুখ তিনি। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়েই নিজের কেরিয়ারে খেলেছেন রাজপুত। কিন্তু হঠাৎই তিনি ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন। 

২০১২-১৩ মরশুমে উত্তরপ্রদেশের হয়ে লালবলে কেরিয়ার শুরু হয় অঙ্কিতের, নিয়েছেন ২৪৮টি উইকেটও। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ না পেলেও অঙ্কিত রাজপুত খেলেছেন আইপিএলের একাধিক চ্যাম্পিয়ন দলের হয়ে। চেন্নাই সুপার কিংস থেকে কলকাতা নাইট রাইডার্স, বিভিন্ন আইপিএল চ্যাম্পিয়ন দলের সঙ্গেই যুক্ত থেকেছেন তিনি। 

এছাড়াও, ভারতীয় এই ক্রিকেটার খেলেছেন রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংসসহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে। আইপিএলে ২৯টি ম্যাচে ২৪টি উইকেট রয়েছে তাঁর। এছাড়াও, আইপিএলে রয়েছে একটি ফাইভ উইকেট হলও। ২০২০ সালের আইপিএলের পর থেকে আর খেলেননি অঙ্কিত রাজপুত, ফলে তিনি এই সিদ্ধান্ত নিতেই বাধ্য হলেন।

সম্প্রতি আইপিএলের নিলামে অবিক্রিত থেকে গেছিলেন উত্তরপ্রদেশের এই ডানহাতি পেসার। এরপরই অবসরের সিদ্ধান্ত নিতে আর খুব বেশি দেরি করলেন না তিনি। ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করে অঙ্কিত লিখলেন, 'আজকের অত্যন্ত আনন্দের সঙ্গেই আমি ভারতীয় ক্রিকেট থেকে আমার অবসর ঘোষণা করছি। 

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যাত্রাপথ খুবই সুন্দর ছিল। আমি বিসিসিআই, উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা থেকে শুরু করে কলকাতা নাইট রাইডার্স, কানপুর ক্রিকেট সংস্থা, লখনউ সুপার জায়ান্ট, রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পঞ্জাব, চেন্নাই সুপার কিংস, সকলের কাছেই কৃতজ্ঞ আমায় সুযোগ দেওয়ার জন্য’। কিন্তু এত কম বয়সে কেন ক্রিকেট ছাড়লেন তিনি? এর সঠিক উত্তর কিন্তু এখনও মেলেনি। 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন