Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

বনগাঁয় কাউন্সিলরের বিরুদ্ধে মহিলাদের মারধোর, বাড়ি ভাঙচুরে মদতের অভিযোগ

 ‌

Allegations-against-councilor

সমকালীন প্রতিবেদন : ‌বনগাঁ পুরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে দুই মহিলাকে মারধোর, বাড়ি ভাঙচুরে মদত দেওয়ার অভিযোগ উঠলো। এমনকি তোলা চাওয়ারও অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে।

শিপ্রা সর্দার বিশ্বাস নামে এক মহিলা মঙ্গলবার রাতে বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করে জানান, তিনি বেশ কয়েক বছর আগে বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে একটি জমি কেনেন। বর্তমানে তিনি অন্যত্র একটি ভাড়াবাড়িতে থাকছেন। তাঁর দাবি অনুযায়ী, নিজের জমিতে নিজের বাড়ি করে সেখানে থাকার ইচ্ছে নিয়ে নিজের জমিতে তিনি একটি টিনের চালার ঘর বানান। 

শিপ্রা সর্দার বিশ্বাসের অভিযোগ, নিজের জমিতে ঘর বানাতে গেলে স্থানীয় কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস তাঁর কাছে ২ লক্ষ টাকা দাবি করেন। কিন্তু তিনি সেই টাকা দিতে রাজি না হওয়ায় কাউন্সিলরের সহযোগীরা তাঁর উপর নানাভাবে অত্যাচার করতে থাকে। এই অবস্থায় তিনি তাঁর জমিতে টিনের ঘর বানালে সেই ঘর এবং পাঁচিল ভেঙে দেওয়া হয়। এমনকি তাঁকে এবং তাঁর মাকে মারধোর করা হয় বলে তাঁর অভিযোগ।

যদিও এই অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস বলেন, 'ওই মহিলাকে আমি চিনি না। তাঁর বাড়ি ভাঙচুর বা টাকা চাওয়ার কোনও প্রশ্নই নেই। স্থানীয় মহিলাদের কাছ থেকে আমি জানতে পেরেছি যে, ওই এলাকায় একটি খাস জমি রয়েছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে। অভিযোগকারী মহিলা নিজের জমিতে ঘর না করে ওই খাস জমিতে ঘর করায় বাচ্চাদের বাড়ির লোকেরাই আপত্তি তোলে এবং ঘর ভেঙে দেয়।'











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন