Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

আইপিএল নিলামে কোটি টাকায় বিক্রি হওয়া প্রাক্তন নাইট তারকা বাংলাদেশের লীগ খেলবেন না

 ‌‌

Allah-Muhammad-Ghazanfar

সমকালীন প্রতিবেদন : বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না। স্পষ্ট একথা জানিয়ে দিলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার আল্লাহ মহম্মদ গাজানফার। প্রসঙ্গত, রংপুর রাইডার্সের হয়ে তাঁর খেলার কথা ছিল। কিন্তু, ইতিমধ্যে তিনি এই টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। 

কিন্তু, এই টুর্নামেন্ট চলাকালীনই শুরু হয়ে যাবে আন্তর্জাতিক টি-২০ লিগ। জানা গিয়েছে, এই টুর্নামেন্ট খেলার জন্যই গাজানফার বিপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। উল্লেখ্য, আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে তাঁকে খেলতে দেখা যাবে। আপাতত আফগানিস্তান ক্রিকেট দলের হয়ে জাতীয় কর্তব্য পালন করছেন গাজানফার। 

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের আগে আফগান স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন রশিদ খান। তাঁর বদলি হিসেবেই গাজানফারকে দলে নেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছর মার্চ মাসে মুজিব উর রহমানের বদলি হিসেবে গাজানফারকে ২০ লাখ টাকার বিনিময়ে স্কোয়াডে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। 

কিন্তু, একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এরপর গত নভেম্বর মাসে আয়োজিত আইপিএল ২০২৫ মেগা অকশনে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ৪.৮০ কোটি টাকা খরচ করে দলে নিয়েছে। পাশাপাশি, লঙ্কা প্রিমিয়ার লিগে তিনি কলম্বো স্ট্রাইকার্সের হয়েও খেলেছেন। প্রসঙ্গত, যুব বিশ্বকাপের ৪ ম্যাচে মাঠে নেমে আফগনিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি উইকেট নেন গাজানফার। সঙ্গে ব্যাট হাতে ৫২ রান সংগ্রহ করেন তিনি। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে যুব বিশ্বকাপের ম্যাচে ২৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন গাজানফার। যুব বিশ্বকাপের আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ৪টি ম্যাচে মাঠে নেমে কোয়েনা মাফাকার সঙ্গে যুগ্মভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ ১০টি উইকেট নেন গাজানফার। 

উল্লেখযোগ্য বিষয় হল, প্রোটিয়া পেসার মাফাকার এবারই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেক হয়। এবারেও তাঁকে দলে নিয়েছে মুম্বই। আইপিএলে মাঠে নামার সুযোগ পেলে গাজানফার কেমন বল করেন, সেটা জানতে অপেক্ষা করতে হবে মুম্বই সমর্থকদের। 

তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় আফগান রহস্য স্পিনারের বোলিং দেখলে মুম্বই অনুরাগীদের আপ্লুত হওয়াই স্বাভাবিক। কেননা অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে একের পর এক ব্যাটারকে যেভাবে বোল্ড ও এলবিডব্লিউ-র ফাঁদে জড়িয়েছেন গাজানফার, তাতে আইপিএলের আসরে তাঁর সফল হওয়ার সম্ভাবনা বিস্তর।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন