Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

ঘরোয়া টুর্নামেন্টে দাপুটে ব্যাটিং করছেন রাহানে

 

Ajinkya-Rahane

সমকালীন প্রতিবেদন :‌ জাতীয় দলের গ্রহ থেকে অনেক দূরে। আদৌ কোনওদিন আর ফিরতে পারবেন কি না তা নিশ্চিত নয়। তবে আইপিএলে কেকেআরে যোগ দেওয়ার পর থেকেই যেন পুরনো ফর্ম ফিরে পেয়েছেন অজিঙ্ক রাহানে। মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন ডানহাতি ভারতীয় এই ব্যাটার। 

মুম্বইয়ের হয়ে ৫৪ বলে ৯৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন রাহানে। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান তিনি। মুম্বইও অন্ধ্রপ্রদেশকে হারিয়ে মুস্তাকের নক আউটে পৌঁছে যায়। এই ইনিংসের পর কেকেআরে রাহানের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও শক্ত হল। 

এমনিতেও রাহানেকেই কেকেআর টিম ম্যানেজমেন্ট অধিনায়ক হিসেবে আগামী মরশুমে দেখতে চায়। অধিনায়ক হিসেবে রাহানের রেকর্ড বেশ ঈর্ষণীয়। দেশের জার্সিতে তো নেতৃত্ব দিয়েইছেন। এমনকী আইপিএলেও দীর্ঘদিন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন। এছাড়াও, বিভিন্ন ফরম্যাটে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের নেতৃত্বভার সামলেছেন। 

মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রঞ্জি ট্রফি জিতেছেন। ২০১৮– ২০১৯ মরশুমে রাজস্থান রয়্যালসকে আইপিএলে নেতৃত্ব দিয়েছিলেন। যদিও এই প্রথমবার নয়। অতীতেও কেকেআর অধিনায়কত্বে বদল এনে চমক দিয়েছে। তারা দীনেশ কার্তিককে অধিনায়ক করে চমকে দিয়েছিল। 

এরপর মরশুমের মাঝপথে কার্তিককে সরিয়ে ইয়ন মরগ্যানকে অধিনায়ক করে। কেকেআর সৌরভকে সরিয়ে ব্র্যান্ড ম্যাককালামকে অধিনায়কও করেছিল অতীতে। ফলে এবার রাহানেকে অধিনায়ক করলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ তাঁর অভিজ্ঞতা। 

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে দলের অন্দরমহলের এক সূত্র জানিয়েছেন, ''এটা ঠিক যে রাহানেই এই মুহূর্তে অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে রয়েছে। প্রায় ৯০ শতাংশ তিনিই হবেন। কেকেআর নিলামে ওঁকে নিয়েওছে এই জন্যই, যাতে অধিনায়কত্বের ব্যাটন ওঁর কাঁধে দেওয়া যায়।'' এখন এটাই দেখার যে, শেষমেষ নাইট সেনাপতি কে হতে পারেন। 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন