সমকালীন প্রতিবেদন : বিশ্ব ক্রিকেটে বর্তমানে সবথেকে ধনী ক্রিকেটার বিরাট কোহলি। কোহলির আর্থিক সম্পত্তির পরিমাণ আকাশ ছোঁয়া, প্রায় ১০০০ কোটি টাকা। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি, আইপিএল তো বটেই এছাড়া সোশ্যাল মিডিয়া এবং এনডোর্সমেন্ট কোহলির উপার্জনের মূল আয়ের উৎস। তবে এবার সম্পত্তির নিরিখে বিরাট কোহলিকে ছাপিয়ে যাচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা।
গুজরাটের জামনগরের নতুন মহারাজ হলেন প্রাক্তন ভারত অধিনায়ক অজয় জাদেজা। বর্তমান রাজা শত্রুশল্যসিং জাদেজা নিজের উত্তরসূরি হিসেবে অজয় জাদেজাকে বেছে নিয়েছেন। রাজা হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন অজয় জদেজা নিজে। ৫৩ বছর বয়সি জাদেজাকে জামনগরের জামসাহেব হিসেবে ঘোষণা করা হয়েছে। এর অর্থ, তিনি হচ্ছেন মহারাজ। অজয় জাদেজা ক্রিকেট পরিবার থেকে উঠে এসেছেন।
তাঁর ঠাকুরদার কাকা রঞ্জিতসিং জাদেজা এবং ঠাকুরদার ভাই দলীপসিং জাদেজা প্রাক্তন ক্রিকেটার। দু’জনেই জামনগরের জামসাহেব ছিলেন। তাঁদের নামে ভারতীয় ক্রিকেটে ট্রফি রয়েছে। রঞ্জিতসিংয়ের নামে রয়েছে রঞ্জি ট্রফি আর দলীপসিংয়ের নামে দলীপ ট্রফি। জামনগরের রাজা হিসেবে অজয় জাদেজা বসলেন তাঁর কাকার শত্রুশল্যসিং জাদেজার জায়গায়।
উল্লেখ্য, ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ক্রিকেট খেলেছেন অজয় জাদেজা। তিনি ১৫ টি টেস্ট ম্যাচ এবং ১৯৬ টি ওয়ানডে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে খেলেছেন। বেশ কয়েকবার ভারতকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ১৯৯৫ সালে এশিয়া কাপ জয়ী টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অজয় জাদেজা।
অজয় জাদেজা ভারতীয় ক্রিকেটের অন্যতম ধনী খেলোয়াড়দের তালিকায় পড়েন। রাজপরিবারের পাশাপাশি তিনি ক্রিকেট কেরিয়ার এবং অন্য জায়গা থেকে প্রচুর অর্থ উপার্জন করেছেন। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১,৪৫০ কোটি। অর্থাৎ, সম্পত্তির নিরিখে এবার তিনিই সবথেকে ধনী ক্রিকেটার হতে চলেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন