সমকালীন প্রতিবেদন : সাইবার ক্রাইম প্রতারণা চক্রে এবার গ্রেপ্তার করা হলো একটি বেসরকারি ব্যাংকের কমার্শিয়াল ম্যানেজারকে। বাগদা থানার সিন্দ্রানী এলাকা থেকে ধৃত প্রতারনা চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে ওই ব্যাংক অফিসারকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য,গত ৮ নভেম্বর একটি তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের ছটি বিশেষ দল তৈরি করা হয়। তারা একযোগে অভিযান চালিয়ে সুব্রত মন্ডল, উদয়ণ বিশ্বাস, নবীন বিশ্বাস, দেবব্রত মন্ডল, নিলয় ঘোষ এবং সুজয় রায় নামে ছয় প্রতারককে গ্রেফতার করে।
তাদের বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যাংকের ১১৬ টি এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংক থাকা বিভিন্ন কোম্পানির নামে ১৫৫ টি চেকবই, সাপটি পাসবই, সরকারি এবং বেসরকারি সংস্থার ৯০ টি রাবার স্ট্যাম্প, ১১ টি মোবাইল ফোন ল্যাপটপ ট্যাব ইলেকট্রনিক গেজেট উদ্ধার করা হয়।
ওই দিনই তাদের বিরুদ্ধে বিশেষ ধারায় মামলা দায়ের করে আদালতে তোলা হয়। বিচারকের নির্দেশে তাদেরকে জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে বহু তথ্য উদ্ধার করেছে। কিভাবে তারা সাইবার অপরাধের এই জাল ছড়িয়েছে, তার সন্ধান পায় পুলিশ।
পুলিশ জানতে পারে, কোনরকম বৈধ-নথি ছাড়াই ২৮ টি কোম্পানির নামে আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খোলে এই প্রতারক চক্র। আর এই অপরাধমূলক কাজের জন্য সহযোগিতা করে অ্যাক্সিস ব্যাঙ্কের বাগদা শাখার কমার্শিয়াল ম্যানেজার অরিন্দম বিশ্বাস।
ব্যাংকের এই পদস্থ কর্মী তাদেরকে এই প্রতারণা চক্র চালিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করতো বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে ওই ব্যাংক আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে বনগাঁ আদালতে তোলা।
বনগাঁ পুলিশ জেলার সুপার দীনেশ কুমার বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জানান, বাগদার সিন্দ্রানীতে বসেই এই প্রতারক চক্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আর্থিক প্রতারণার কাজ করতো। কমিশনের ভিত্তিতে এই কাজ তারা চালিয়ে যাচ্ছিল।
এ পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে ২৩ টি খুলে এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য থেকেও প্রায় ১০ কোটি টাকা প্রতারণা করেছে এই প্রতারণার যুক্ত ৯০ টি একাউন্ট চিহ্নিত করতে পেরেছে পুলিশ। আর সেই অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশ জানতে পেরেছে, এই প্রতারক চক্র অবৈধ পথে যে মোটা অংকের টাকা আয় করেছে, তা দিয়ে প্রচুর সম্পদ কিনেছে তারা। এর মধ্যে যেমন রয়েছে ১৮ লক্ষ টাকার ফ্ল্যাট, প্রচুর সোনার গয়না, টাটা সাফারি গাড়ি, তিনটি দামি বাইক ইত্যাদি। এগুলি সব সিজ করেছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন