Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

তরুণ ভারতীয় প্লেয়াররা এবার বাজিমাত করবে নিলামে

 

Young-Indian-players

সমকালীন প্রতিবেদন : আইপিএল-এর মঞ্চ থেকে অনেক তরুণকে তারকা বানিয়েছে কেকেআর। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি থেকেই উঠে এসেছে রিঙ্কু সিংয়ের মতো ব্যাটসম্যান। সেভাবেই গতবার আইপিএল-এ অঙ্গকৃষ রঘুবংশীকে ২০ লক্ষ টাকায় দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে আবির্ভাবেই চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দেন তিনি। 

যদিও কেকেআর তাঁকে যথাযথ ব্যবহার করতে পারেনি। গত আইপিএলের ৭টি ইনিংসে ব্যাট করে ১৬৩ রান সংগ্রহ করেন অঙ্গকৃষ। তাঁর স্ট্রাইক-রেট ১৫৫.২৪। এবছর আইপিএল নিলাম থেকে অঙ্গকৃষকে নিশ্চিতভাবেই দলে ফেরাতে চাইবে কেকেআর। তবে অন্য ফ্র্যাঞ্চাইজিরাও হাত বাড়াতে পারে তাঁর দিকে। 

সুতরাং, নিলামে ভালো দাম উঠতে পারে রঘুবংশীর। এবারের মেগা নিলামে ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটসম্যান রবিন মিঞ্জ ভালো দাম পেতে পারেন। গত মিনি নিলামে তাঁকে ৩.৬ কোটি টাকায় দলে নেয় গুজরাট। তবে টুর্নামেন্টের আগে চোট পেয়ে বসায় আইপিএল খেলা হয়নি রবিনের। 

বড় শট নেওয়ার ক্ষমতার জন্য এবছর মেগা নিলামে ২২ বছর বয়সী ক্রিকেটারের ভালো দাম উঠতে পারে। এছাড়াও, রাজস্থানের ২২ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার অল-রাউন্ডার মানব সুতারকে নিয়ে এবছর আইপিএল নিলামে টানাটানি পড়তে পারে। গতবছর আইপিএল নিলাম থেকে মানবকে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে দলে নেয় গুজরাট টাইটানস। 

তবে এবছর তাঁর দাম উঠতে পারে পর্যাপ্ত। মানব এখনও পর্যন্ত ১টি মাত্র আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন। পাশাপাশি, মহারাষ্ট্রের ১৯ বছর বয়সী অল-রাউন্ডার অর্শিন কুলকার্নিকে নিয়েও এবার দর হাঁকাহাঁকি হতে পারে মেগা নিলামের টেবিলে। গত বছর ২০ লক্ষ টাকার বেস প্রাইসে তাঁকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। ২টি ম্যাচে মাঠেও নামায় তাঁকে। 

এবছর লখনউ ছাড়াও অর্শিনকে ট্রায়ালে ডাকে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। নিশ্চিতভাবেই আইপিএল নিলামে এই ক্রিকেটারকে নিয়ে টানাটানি পড়ে যাবে। সেই নিরিখে ভালো দাম পেতে পারেন অর্শিন। এছাড়াও, এবারের মেগা নিলামে ভালো দাম পেতে পারেন রবি অশ্বিনের জেরক্স কপি স্পিনারও। 

বোলিং অ্যাকশনে রবিচন্দ্রন অশ্বিনের কার্বন কপি বলে পরিচিতি লাভ করেছেন মুম্বইয়ের হিমাংশু সিং। তাঁর দিকে নজর রয়েছে স্বয়ং নির্বাচকপ্রধান অজিত আগরকরের। হিমাংশুকে ভারতীয় দলের নেটেও দেখা গিয়েছে সাপোর্ট বোলার হিসেবে। 

২১ বছর বয়সী এই অফ-স্পিনারকে নিয়ে আইপিএল নিলামে আগ্রহ দেখাতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। সেই নিরিখে চড়া দাম পেতে পারেন হিমাংশু। এখন এটাই দেখার যে, কোন প্লেয়ারকে নিতে কোন কোন শিবির আগ্রহ দেখায়। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন