Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

এবার শীতের শক্তপোক্ত ব্যাটিংয়েরই ইঙ্গিত মিলছে

 ‌

Weather-report

সমকালীন প্রতিবেদন : নভেম্বরের ১৫ তারিখ পেরতেই ঠান্ডা পড়ছে একটু একটু করে। পারদ পতনের ধারা মঙ্গলবারও অব্যাহত। এবার শক্তপোক্ত ব্যাটিংয়েরই ইঙ্গিত মিলছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রোজ একটু একটু করে পারদ নামবে। শীতের আগমনী দেরিতে হলেও প্রথম ওভার থেকেই ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। 

বঙ্গের উত্তরেও শীতের আমেজ চলে এসেছে পুরোদস্তুর। উত্তরের তিন জেলায় ঘন কুয়াশার দাপট বেশিই। দার্জিলিং, কালিম্পংয়ে ঠান্ডার দাপট এখনই বেশ প্রবল। বইছে হিমেল হাওয়া। ঘন কুয়াশায় ঢাকা থাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। দৃশ্যমানতা কমে হতে পারে ৫০ থেকে ২০০ মিটার। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। 

শীতের শুরুতেই দ্রুত পারদ নেমেছে পুরুলিয়ায়। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনে ১৩ ডিগ্রি। ঝাড়গ্রামে ১৪ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যজুড়েই শীতের আমেজ বজায় থাকবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, মলদ্বীপের কাছে একটি ঘূর্ণাবর্ত ও একটি অক্ষরেখা রয়েছে। 

উত্তর ভারতে বইতে শুরু করেছে জেট স্ট্রিম উইন্ডস। এদিকে, কলকাতা মহানগরে গোটা সপ্তাহ ধরেই রাতে ও ভোরে শীত বাড়বে একটু একটু করে। আপাতত ৬ দিন তাপমাত্রায় বিরাট হেরফের হবে না। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামবে না। সকালের দিকে কোনো কোনো এলাকায় হালকা কুয়াশা থাকতে পারে। 

বেলা বাড়লে পরিস্কার আকাশ থাকবে। মোটের উপর মনোরম আবহাওয়াই থাকবে কলকাতায়। কলকাতায় রাতের তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি থেকে নেমে ১৮ ডিগ্রি হয়েছে মঙ্গলবার। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সোমবার দিনের তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি থেকে নেমে হয় ২৭.৫ ডিগ্রি। 

স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা দিনে ৮৮ শতাংশ এবং রাতে ৪৭ শতাংশ। এই মুহূর্তে রাজ্যের বৃষ্টির কোন‌ও সম্ভাবনা নেই।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন