Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

‌গাইঘাটায় ধর্ষিত ছাত্রীর বাড়িতে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের আধিকারিক

WB-Child-Protection-Commission

সমকালীন প্রতিবেদন : গাইঘাটা থানার ঠাকুরনগর শিমুলপুরে দশম শ্রেণীর ধর্ষিত ছাত্রীর বাড়িতে গেলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের আধিকারিক সহ এক প্রতিনিধিদল। তবে নির্যাতিতার বাড়িতে তালা দেওয়া থাকায় ধর্ষণের ঘটনাস্থল ঘুরে দেখলেন তাঁরা। এদিন আরও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান।

উল্লেখ্য, শুক্রবার সন্ধেয় প্রাইভেট টিউটরের কাছ তেকে পড়ে বাড়ি ফেরার পথে এলাকার এক যুবকের দ্বারা ধর্ষিত হয় দশম শ্রেণীর এক ছাত্রী। তাকে মোটর বাইকে জোর করে তুলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে এই কান্ড ঘটানো হয়। ঘটনার পর লোকলজ্জার ভয়ে আত্মহত্যা পর্যন্ত করতে যায় ওই ছাত্রী।

ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এই ঘটনায় অভিযুক্ত যুবক যাতে উপযুক্ত শাস্তি পায় এবং নির্যাতিতা ছাত্রী যাতে ন্যায্য বিচার পায়, তা খতিয়ে দেখতে সোমবার নির্যাতিতার বাড়িতে আসেন  পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের আধিকারিক অনন্যা চক্রবর্তী।

তবে সেইসময় নির্যাতিতার বাড়ি তালা দেওয়া থাকায় পরিবারের কারোর সঙ্গেই তাঁর দেখা হয় নি। এই পরিস্থিতিতে তিনি এবং অন্যান্যরা ধর্ষণের ঘটনাস্থল ঘুরে দেখেন। পাশাপাশি নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে কথা বলতে বনগাঁ মহকুমা আদালতে হাজির হন। 

এব্যাপারে অনন্যা চক্রবর্তী বলেন, 'পুলিশ যাতে সঠিকভাবে কাজ করে এবং নির্যাতিতা ও তার পরিবার যেন সঠিক বিচার পায়, তার জন্য এসেছি। রাজ্যের যে কোন শিশু আক্রান্ত হলে আমাদের দায়িত্ব তাদের সহযোগিতা করা'‌।  

এর পাশাপাশি এদিন নির্যাতিতার বাড়ি যান 'আমরা আক্রান্ত'‌ সংগঠনের সদস্য ও মানব অধিকারকর্মীরা। বাড়িতে পরিবারের কাউকে না পেলেও তাঁরা ফোনে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। 

পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও কথা বলেন। তাদের অভিযোগ, রাজ্য জুড়ে ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। এর জন্য মুখ্যমন্ত্রীকে দা‌য়ী করেন 'আমরা আক্রান্ত'‌এর সদস্যরা। তাঁরা মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানান।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন