Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

প্রিয় কেকেআরের ‌রিটেনশন লিস্ট দেখেই কেঁদে ফেললেন ভেঙ্কটেশ আইয়ার

 

Venkatesh-Iyer

সমকালীন প্রতিবেদন : কলকাতা নাইট রাইডার্সের হয়েই প্রথম নজর কেড়েছিলেন তিনি। গতবার নিলামের আগে তাঁকে ধরে রেখেছিল কেকেআর। কিন্তু এবারের নিলামের আগে আর ভেঙ্কটেশ আইয়ারকে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। দলের তালিকায় নিজের নাম না দেখে কেঁদেই ফেলেন বাঁহাতি ব্যাটার। কেকেআর তাঁকে সব কিছু দিয়েছে। তাই এই দলের হয়েই খেলতে চেয়েছিলেন ভেঙ্কটেশ। 

সেই আবেগ শোনা গিয়েছে তাঁর গলায়। ভেঙ্কটেশ বলেন, “আমি ওই তালিকায় থাকতে চেয়েছিলাম। কেকেআর আমাকে প্রথম সুযোগ দিয়েছে। আজ যা হয়েছি এই দলের জন্য। কেকেআরের সঙ্গে আমার সম্পর্ক ক্রিকেটের বাইরেও। এটা আবেগের সম্পর্ক। তাই নাম না দেখে কেঁদে ফেলেছিলাম।”

নাম না থাকায় দুঃখ পেলেও কলকাতার সিদ্ধান্ত মেনে নিয়েছেন ভেঙ্কটেশ। তিনি জানেন, সব ক্রিকেটারকে দল ধরে রাখতে পারবে না। তাই আবেগের বদলে বাস্তবের মাটিতে পা রেখে চলতে চান তিনি। ভেঙ্কটেশ বলেন, “কেকেআর আমার পরিবার। দলের সঙ্গে আবেগের সম্পর্ক। কিন্তু দলের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কেকেআর সেটাই করেছে। খুব ভাল ছয় ক্রিকেটারকে ধরে রেখেছে ওরা। প্রত্যেকে দলের কাজে লাগবে।”

ভেঙ্কটেশ আইয়ার আরও বলেন, "আমার ভালো লাগার অন্যতম কারণ হল, আমার প্রথম নিলামে আমার জন্য কেকেআর যে বিডিং করেছিল, তাঁর কোনও ভিডিয়ো নেই। এই নিলামের সময় আমি উত্তেজিত বাচ্চার মতো বসে থাকব। আমি দেখতে চাই যে, কেকেআর আমার জন্য বিড করে কিনা। যদি তারা আমার জন্য বিড করে, তাহলে আমার জন্য এটি খুব বড় বিষয় হবে।" 

উল্লেখ্য, গতবারের চ্যাম্পিয়ন দল আনক্যাপড ক্রিকেটার হিসাবে রিটেন করেছে হর্ষিত রানা ও রমনদীপ সিংকে। এই দুই তারকার জন্যই খরচ হয়েছে ৫৭ কোটি। সেই অনুযায়ী ১২০ থেকে ৫৭ কোটি টাকা গেলে আর ৬৩ কোটি টাকা অবশিষ্ট থাকার কথা। কিন্তু প্রকাশিত তালিকায় দেখা যায়, কেকেআরের কাছে আর ৫১ কোটি টাকাই রয়েছে। এই টাকায় নাইটরা কেমন দল তৈরি করে, সেটাই এখন দেখার। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন