সমকালীন প্রতিবেদন : মেগা নিলামের দিনক্ষণ যত এগিয়ে আসছে, এই বিষয় ততই জল্পনা কল্পনা বাড়ছে। কারণ, এই নিলামে ওলট পালট হয়ে যাবে প্রতিটি দলই। সেই কারণে ঘর গোছানোর ছক কষছে অনেক দল। তবে খেলোয়াড়দের দল পাওয়ার ইঁদুর দৌড়ে হয়তো অনেক কিংবদন্তিই অবিক্রিত থেকে যেতে পারেন। এই তালিকায় প্রথমেই রয়েছে ডেভিড ওয়ার্নারের নাম। তিনি ২০০৯ সাল থেকে আইপিএল কাঁপিয়েছেন। তাঁর পকেটে রয়েছে আইপিএল শিরোপাও।
তবে গত কয়েকটা মরশুম সেভাবে যায়নি। সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ছেড়ে দিয়েছিল, দিল্লি ক্যাপিটালসও তাঁকে ধরে রাখেনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন, আসন্ন আইপিএল নিলামে হয়তো দল পাবেন না ডেভিড ওয়ার্নার। তবে শুধুমাত্র ওয়ার্নার নয়, বাদের তালিকায় নাম উঠতে পারে আরেক কিউয়ি কিংবদন্তির। তিনি হলেন কেন উইলিয়ামসন।
বর্তমান ক্রিকেটে কিংবদন্তিদের তালিকায় জায়গা করেছেন তিনি। তবে গত কয়েক বছর ধরে তিনি যেভাবে চোটের কবলে পড়েছেন, তাতে অনেকেরই চিন্তা বাড়িয়েছে। সাদা বলের ক্রিকেটে তাঁর খারাপ পারফরমেন্স নিয়েও সকলে চিন্তিত। এমন অবস্থায় বিশেষজ্ঞরা মনে করছেন, হয়তো আসন্ন আইপিএল-এ দল নাও পেতে পারেন কিউয়ি অধিনায়ক। তারকা হয়েও তিনি এবার অবিক্রিত থেকে যেতে পারেন।
এই তালিকায় উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা, পৃথ্বী শয়ের নামও ভেসে উঠছে।পাশাপাশি, বাংলাদেশের সবচেয়ে বড় অলরাউন্ডার শাকিব আল হাসানও আসন্ন আইপিএল নিলামে দল নাও পেতে পারেন। বাঁ-হাতি অলরাউন্ডার ব্যক্তিগতভাবে বেশ কঠিন বছর কাটিয়েছেন, ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলতে পারেননি।
এই বছরের মে থেকে তিনি বাংলাদেশে অবতরণ করছেন না। মাঠের বাইরের কার্যকলাপগুলি এই অন-ফিল্ড ওয়ার্কটি বন্ধ করে দিয়েছে বলে মনে হচ্ছে। পাশাপাশি, তিনি নিজের দেশেই ফিরতে পারছেন না। তাই এবারে হয়তো এই তারকাও দল পাবেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন