সমকালীন প্রতিবেদন : আইপিএল মেগা নিলামের দিনক্ষণ আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। নিলামে অংশগ্রহণকারী মোট ক্রিকেটারদের সংখ্যাও জানিয়ে দেওয়া হয়েছিল। গতকাল সেই দেড় হাজারেরও অধিক ক্রিকেটারদের তালিকা কাটছাট করে শেষমেশ নিলামে যে কয়জন ক্রিকেটার উঠতে চলেছেন, তাঁদের নামও প্রকাশ করে দেওয়া হয়েছে।
মোট ৫৭৪ জন ক্রিকেটার এবারের নিলামে উঠছেন। সেই ৫৭৪ জনের অন্যতম হলেন বৈভব সূর্যবংশী। বৈভবের নাম তালিকায় প্রকাশ হওয়ার পরেই তাঁকে নিয়ে হইচই শুরু হয়েছে। কারণ তাঁর বয়স। তিনি কোনও দলে সুযোগ পাবেন কি না, সেটা পরের বিষয়। তবে তিনি কিন্তু ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন।
মাত্র ১৩ বছর বয়সি বৈভব নিলামে উঠতে চলা সর্বকালের সবচেয়ে কম বয়সি ক্রিকেটার। নিলামের তালিকায় ৪৯১ নম্বর স্থানে রয়েছেন বৈভব। আনক্যাপড ব্যাটসম্যানের তালিকায় রয়েছেন তিনি। ৬৮ নম্বর সেটে তাঁর নাম উঠবে নিলামে। এই বছরের শুরুতেই তিনি শিরোনাম কেড়ে নেন।
মাত্র ১৩ বছর বয়সেই জানুয়ারি মাসে বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অনুশীলন ঘটিয়েছিলেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। ভারত বনাম অস্ট্রেলিয়ার অনূ্র্ধ্ব ১৯ ইয়ুথ টেস্ট সিরিজের পর সূর্যবংশীর নামডাক আরও বাড়ে। সেপ্টেম্বর–অক্টোবরে আয়োজিত এই সিরিজের প্রথম টেস্টে তিনি শতরান করেছিলেন।
আর সেই শতরান হাঁকিয়ে প্রমাণ তিনি করে দেন, বয়স কম হলেও, তিনি বড় মঞ্চে পারফর্ম করার জন্য প্রস্তুত। যদিও তাঁর প্রথম শ্রেণির রেকর্ড সত্যি বলতে খুব একটা আহামরি নয়। পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচে ১০ ইনিংসে মাত্র ১০০ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেছেন বিহারের এই ব্যাটার।
তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি যে শুধুমাত্র পরিসংখ্যান নয়, বরং প্রতিভায় বিনিয়োগ করতে বেশি আগ্রহী, তা নিলামে বৈভবের নাম থাকাই প্রমাণ করে দেয়। কিন্তু শেষমেষ বৈভব কি দল পাবেন? ২৪ ও ২৫ তারিখ সৌদি আরবের জেড্ডায় আয়োজিত মেগা নিলামে মিলবে এর উত্তর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন