সমকালীন প্রতিবেদন : বনগাঁ শহর যেন একটা মৃত্যুফাঁদ। পথ দুর্ঘটনায় মৃত্যুর মিছিল শুরু হয়েছে। সপ্তাহখানেক আগে সাতসকালে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে যশোর রোডের উপর ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক গৃহবধূর। আর তারপর শুক্রবার রাতে ফের সেই যশোর রোডের উপরেই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। একের পর এমন পথ দুর্ঘটনায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাত প্রায় ১২টা নাগাদ বনগাঁর জয়পুর এলাকার একটি রাস্তা দিয়ে মোটরবাইকে করে যশোর রোডের উপর উঠছিলেন দুই বাইক আরোহী। সামনে একটি ভ্যানরিক্সা থাকায় তাকে ওভারটেক করে যশোর রোডের উপর ওঠেন তাঁরা। আর ঠিক তখনই যশোর রোডের উপর দিয়ে দ্রুতগতিতে একটি ট্রাক যাচ্ছিল।
আর এর ফলে ট্রাকটি পেছন দিক থেকে ধাক্কা মারে বাইকটিকে। বাইকের দুই আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যান। আর তখনই তাঁদের দুজনের শরীরের উপর দিয়ে চলে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভজিৎ সরকার (২৫) নামে এক যুবকের। মারাত্মক আহত অবস্থায় আর এক বাইক আরোহী সঞ্জিব ঘোষ (৩০)কে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাঁরও মৃত্যু হয়। দুজনের বাড়ি পেট্রাপোল থানার কালিয়ানী গ্রামে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সময়েই স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে তাড়া করে ধরার চেষ্টা করলেও ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যশোর রোডের উপর একের পর এইভাবে পথ দুর্ঘটনার জন্য যশোর রোডের গাছ এবং অপরিসর রাস্তাকে দায়ী করার পাশাপাশি প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেছেন স্থানীয়রা। অবিলম্বে প্রশাসন এব্যাপারে পদক্ষেপ না করলে এই মৃত্যুমিছিল চলতে থাকবে বলে আশঙ্কাপ্রকাশ করছেন স্থানীয়রা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন