Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

বনগাঁয় যশোর রোডে ফের বেপরোয়া ট্রাকের বলি গৃহবধূ

 

Truck-hit-housewife

সমকালীন প্রতিবেদন : সাতসকালে ফের বেপরোয়া ট্রাকের বলি হলেন এক গৃহবধূ। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে যশোর রোডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ওই গৃহবধুর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। 


পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম লক্ষ্মী বিশ্বাস। বাড়ি বনগাঁর সুভাষপল্লী এলাকায়। পরিজনেরা জানিয়েছেন লক্ষ্মী বিশ্বাস তাঁর মেয়েকে কুমুদিনী স্কুলে পৌঁছে দিয়ে নিজে সাইকেলে চালিয়ে যশোর রোড ধরে সুভাষপল্লীর বাড়িতে ফিরছিলেন। ১ নম্বর রেলগেট পার হওয়ার পরই বিপত্তি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এইসময় কলকাতার দিক থেকে বনগাঁর দিকে একটি ট্রাক বেপরোয়াভাবে আসছিল। ১ নম্বর রেলগেটের কাছাকাছি আসতেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত দিকে উল্টে যায়। ওইসময় সেখান দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই গৃহবধূ।


নিয়ন্ত্রণহীন ওই ট্রাকটি উল্টে যাওয়ার আগে ট্রাকটি ওই বধূকে ধাক্কা মারে। তাতে মাথায় আঘাত লেগে গুরুতর জখম হন ওই মহিলা। পরে খবর পেয়ে পুলিশ জখম মহিলাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।


এই ঘটনায় সাময়িকভাবে উত্তেজনা তৈরী হয়। মহিলার পরিবার সূত্রে জানা গেছে, কর্মসূত্রে মহিলার স্বামী ব্যাঙ্গালোরে থাকেন। দুই মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন ওই মহিলা। বড় মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। আর ছোট সন্তানের বয়স ৯ মাস। বড় মেয়েকে স্কুলের দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা শিকার হন ওই গৃহবধূ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন