Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

কোহলির পজিশনে সুযোগ পেয়েই জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকালেন তিলক বর্মা

 

Tilak-Verma

সমকালীন প্রতিবেদন : চার ম্যাচের সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এদিন মাঠে নেমেছিল ভারত ও সাউথ আফ্রিকা। কারণ, প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে দুই দলই। বুধবার জিতে গেলে সিরিজ হার এড়ানো যাবে, সেই মানসিকতা নিয়েই এদিন ব্যাট করতে নামেন তিলক বর্মা-অভিষেক শর্মারা। 

সেই জন্যই হয়তো প্রত্যাশিত জয় ছিনিয়ে নিতে টিম ইন্ডিয়ার কোনো অসুবিধাই হল না। শুরুর থেকেই দাপট দেখিয়ে খেললেন ব্যাটসম্যানরা, আর শেষের দিকে শেষমেষ বাজীগর হয়ে উঠলেন বোলাররা। অস্ট্রেলিয়ার কাছে টেস্ট দলের হোয়াইটওয়াশ হওয়ার বদলা যেন নিলো টি-২০ দলের ইয়ংস্টাররা। 

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এডেন মার্করাম। তবে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, প্রথমে ব্যাট করতেই আগ্রহী ছিল দল। অধিনায়কের সেই কথাকেই পূর্ণ মর্যাদা দিলেন তিলক-অভিষেকরা। আন্তর্জাতিক ক্রিকেটে এদিন প্রথম সেঞ্চুরি হাঁকালেন তিলক। 

মাত্র ৫৬ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন তরুণ তুর্কি। ৮টি চার এবং ৭টি ছক্কা মারেন তিনি। অন্যদিকে, ২৫ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস আসে অভিষেকের ব্যাট থেকেও। তাঁদের ১০৬ রানের জুটিতে ভর করেই ২০ ওভারের শেষে ২১৯ রান তোলে ভারত, ৬ উইকেট খুইয়ে।

তবে ভারতীয় টপ অর্ডারের মতো দাপুটে ব্যাটিং ধরা পড়ল না দক্ষিণ আফ্রিকার ইনিংসে। ভারতীয় বোলারদের সামনে গুটিয়ে গেল প্রোটিয়া ব্যাটিং লাইন আপ। হেনরিখ ক্লাসেন এবং মার্কো জানসেন মরিয়া চেষ্টা করলেও শেষ পর্যন্ত দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারলেন না। বিরাট রান তাড়া করতে নেমে প্রথমেই খানিক ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। 

মাত্র এক ওভার ব্যাট করার পরেই পিঁপড়ের দাপটে প্রায় আধঘণ্টা খেলা বন্ধ রাখতে হয়। তার পর থেকেই একের পর এক উইকেট খোয়াতে থাকে দক্ষিণ আফ্রিকা। ক্লাসেন ছাড়া কেউই সেভাবে ভারতীয় বোলারদের আক্রমণ করতে পারেননি। পেসার হোক বা স্পিনার- প্রোটিয়া ব্যাটিংকে সমস্যায় ফেলেছেন ভারতের প্রত্যেক বোলারই। 

একেবারে শেষ প্রান্তে এসে দুরন্ত ক্যামিও ইনিংস খেলেন মার্কো জানসেন। প্রথমবার টি-২০তে হাফসেঞ্চুরি হাঁকালেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না প্রোটিয়া ব্রিগেডের। ১১ রানে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল ভারত। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন