সমকালীন প্রতিবেদন : সাত সকালে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটলো বনগাঁর কালুপুর এলাকায়। নিজের মাছের ভেড়ি থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথেই গুলিবিদ্ধ হলেন ভেড়ির মালিক। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অসিত অধিকারী নামে গুলিবিদ্ধ ওই ব্যক্তির বাড়ি বনগাঁর বক্সীপল্লী এলাকায়। কালপুর এলাকায় তার একটি মাছের ভেড়ি রয়েছে। প্রায় প্রতিদিন সকালে তিনি ভেড়িতে মাছের খাবার দিতে যেতেন। সোমবার সকালেও সেই কাজে গিয়েছিলেন।
ভেড়ির কাজ সেরে বাড়ি ফিরছিলেন অসিত। সঙ্গে আরও একজন ছিল। এই সময় একটি অল্প বয়সী ছেলে পেছন দিক থেকে অসিতকে লক্ষ্য করে গুলি চালায় বলে অসিতের স্ত্রীর দাবি। গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আততায়ী।
সাতসকালে এমন গুলি চালনার ঘটনায় হতচকিত হয়ে পড়েন এলাকার মানুষও। রক্তাক্ত অবস্থায় অসিতকে স্থানীয়রাই প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার শারীরিক অবস্থা জটিল থাকায়, তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ। এব্যাপারে বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার জানান, গুলিবিদ্ধ ব্যক্তির পুরনো দুষ্কর্মের ইতিহাস রয়েছে। পুরনো শত্রুতার জেরে এই গুলি চালনার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন