Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

বনগাঁকে হারিয়ে জেলা সাব জুনিয়র ক্রিকেটে চ্যাম্পিয়ন খড়দহ সূর্য সেন এনএসসি

 ‌

Sub-junior-cricket

সমকালীন প্রতিবেদন : ‌উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সাব জুনিয়র (‌অনুর্দ্ধ ১৬)‌ ক্রিকেট প্রতিযোগিতার ২০২২–২৩ মরসুমের চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল রবিবার। বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এদিন এই খেলাটি অনুষ্ঠিত হয় বনগাঁ স্টেডিয়ামে। এই মরসুমের চ্যাম্পিয়ন দল হিসেবে পুরস্কার জিতে নিল খড়দহ সূর্য সেন এনএসসি দল। 

২০২২–২৩ মরসুমের এই ক্রিকেট প্রতিযোগিতা জেলার মোট ৩৪টি দলকে নিয়ে শুরু হয়েছিল। শেষ পর্যন্ত চুড়ান্ত পর্বে ওঠে বনগাঁ মহকুমা ক্রীড়া একাদশ এবং খড়দহ সূর্য সেন এনএসসি দলদুটি।  নানা কারণে নির্ধারিত সময়ে চুড়ান্ত পর্বের এই খেলা অনুষ্ঠিত করার সুযোগ হয়ে ওঠে নি। ফলে বারেবারে দিন পিছিয়ে যায়। অবশেষে সমস্ত বাধা দূর করে আজ এই খেলা অনুষ্ঠিত হলো।

এদিন টসে জিতে বনগাঁ মহকুমা ক্রীড়া একাদশ প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৪০ ওভার শেষ হওয়ার আগেই মাত্র ৩২ ওভারে তারা ১১৮ রান করে সকলে আউট হয়ে যায়। বনগাঁ দলের পক্ষে সর্বাধিক রান করে ত্রিশাঞ্জিৎ বাছার। তার সংগৃহীত রান ৩৯। এরপর খড়দহ সূর্য সেন এনএসসি ব্যাট করতে নেমে এক সময় ১১২ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে। 

এইসময় ম্যাচটি খুব আকর্ষণীয় জায়গায় পৌঁছে যায়। টানটান উত্তেজনা তৈরি হয় মাঠে। শেষে তারা ৩০.৫ ওভারে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। চুড়ান্ত পর্বের সেরা খেলোয়াড় বিবেচিত হ‌য়েছে খড়দহ সূর্য সেন এনএসসি দলের খেলোয়াড় সন্দীপন চক্রবর্তী। সে ৬ ওভার বল করে ২১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেয়। 

পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি তুষার চ্যাটার্জি, সম্পাদক গুরুপদ গাঙ্গুলি, জেলা রেফারি সংস্থার সম্পাদক জয়ন্ত চক্রবর্তী, সি এ বি প্রতিনিধি অঞ্জন দাশগুপ্ত প্রমুখ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন