সমকালীন প্রতিবেদন : সিম কার্ড জালিয়াতি করে একদল প্রতারক মানুষকে নানাভাবে ঠকাচ্ছে। তাই এবার এই বিষয়ে নতুন নিয়ম চালু হয়ে গেছে। ভারতীয় টেলিকম বিভাগ এদেশে সিম কার্ডের ব্যবহার নিয়ন্ত্রণ করতে প্রধানত দু'টি নির্দেশিকা জারি করেছে। নতুন নিয়ম লাগু হলে সিম কার্ড বিক্রি করা দোকানগুলিকেও সতর্ক হতে হবে। এমনকী দোকানে কর্মরত ব্যক্তিদের উপর কড়া নজর রাখতে হবে দোকানিকে। গাফিলতি হলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
অর্থাৎ যিনি কেওয়াইসি নিয়ে সিম দেবেন, তার কেওয়াইসি ঠিক, না বেঠিক তা তাকেই দেখতে হবে। তার মানে হলো মানুষটিকে ভালোভাবে না জেনে অথবা কেওয়াইসি সম্পর্কে সঠিকভাবে না জেনে যদি কোনও বিক্রেতা কাউকে সিম দেন, পরবর্তীতে সেই কেওয়াইসি ভুল প্রমাণিত হয়, তাহলে সেই বিক্রেতাকে জরিমানার মুখে পড়তে হবে।
টেলিকম বিভাগ জানিয়েছে, সিম কার্ড বিক্রির ক্ষেত্রে জালিয়াতি বন্ধ করতে এই নিয়ম কার্যকর হয়েছে ১ অক্টোবর থেকে। টেলিকম সংস্থাগুলিকে ৩০ সেপ্টেম্বরের আগে তাদের সমস্ত 'পয়েন্ট অফ সেল' রেজিস্টার করিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছিল। তার মানে কোনও দিক দিয়েই আর ফাঁকি দিয়ে বা একজনের কেওয়াইসি দিয়ে নেওয়া সিম অন্যকে বিক্রি করা যাবে না।
পর্যবেক্ষনের পড়ে দেখা গেছে যে, উত্তর-পূর্বাঞ্চলে সিম জালিয়াতি সবচেয়ে বেশি হয়। ডট এর নির্দেশিকায় বলা হয়েছে, অসম, কাশ্মীর এবং উত্তর–পূর্বের মতো এলাকায় টেলিকম অপারেটরদের প্রথমে দোকানগুলিতে পুলিশি তদন্ত করাতে হবে। তারপর ওই দোকানকে তারা সিম বিক্রির অনুমতি দিতে পারবে। পুলিশের উপর নির্দেশ আছে, ওই দোকানগুলির উপর কড়া নজরদারি রাখতে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ক্রেতাদের জন্য। তা হলো, সিম হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে কী হবে? একটি সিম হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আরও একটি সিম কিনে ফেলা এখন আর সহজ হবে না। পুরনো সিম কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে, তা বদলে নেওয়ার আগে বিশদে যাচাই করা হবে৷ নতুন সিম কার্ড পাওয়ার সময়ও এই প্রক্রিয়াটি একইরকম হবে।
নতুন নিয়মের উদ্দেশ্যই হল সিম কার্ডকে সুরক্ষিত রাখা। পাশাপাশি, জালিয়াতির সুযোগ যতটা সম্ভব কম করা। কিন্তু কেন এই নতুন বিধি? ডট জানাচ্ছে, সিম জালিয়াতির মাধ্যমে শুধু দেশে নয়, বিদেশ থেকেও উগ্রপন্থী কার্যকলাপ করা হচ্ছে। তাই এই নতুন পদক্ষেপ। টেলিকম অথরিটি মনে করছে, নতুন এই নিয়মাবলি সঠিকভাবে কার্যকর করা গেলে সিম জালিয়াতি বন্ধ করা যাবে। আর তার ফলে উগ্রপন্থী কার্যকলাপ কমানো সম্ভব হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন