সমকালীন প্রতিবেদন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটের জন্য বর্ডার-গাভাস্কার সিরিজে ঘুরে দাঁড়াতে চাইছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে তেমন প্রতিফলনও দেখা গিয়েছে। রোহিত শর্মাকে ছাড়াই পার্থে দুর্দান্ত জয় পেয়েছে বুমরাহর নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে এই টেস্টে ভারতের আরেক তরুণ তুর্কিও ছিলেন না দলে।
প্রথম টেস্টের আগে আঙুলে চোট লেগেছিল শুভমন গিলের। যে কারণে পার্থে খেলতে পারেননি তিনি। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। কিন্তু এখনও সুস্থ নন শুভমন। তাই দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ভারতীয় দলের সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছেন, ''গিল এখনও পুরোপুরি ফিট নয়। ও ব্যাট ঠিকভাবে ধরতে পারছে না এখনও। দ্বিতীয় টেস্টে খেলবে কি না, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। দ্বিতীয় টেস্টের দিন যত এগিয়ে আসবে, ততই হয়ত ছবিটা আরও বেশি পরিষ্কার হবে।''
প্রথম টেস্টে গিলের পরিবর্ত হিসেবে খেলা দেবদত্ত প্রথম ইনিংসে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৭১ বলে ২৫ রানের ইনিংস খেলেছিলেন। দুটো ইনিংসেই জস হ্যাজেলউড তাঁকে ফিরিয়ে দেন।এদিকে, অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের আগে ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
যা ক্যানাবেরাতে আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে। সেই ম্যাচেও নাকি খেলছেন না গিল। বুড়ো আঙুলের চোট পুরোপুরি সারেনি ডানহাতি ব্যাটসম্যানের। তবে দ্বিতীয় টেস্টে আদৌ তিনি খেলবেন কি না, তা হয়ত আরও কিছুদিন কাটলেই বোঝা যাবে।
উল্লেখ্য, পার্থ টেস্টে জিতে এমনিতেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। অ্যাডিলেডে জিতলেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। আর মাত্র একটি ম্যাচ জিতলেই রিকি পন্টিংকে টপকে যাবেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে বর্ডার গাওস্কর ট্রফিতে ম্যাচ জয়ের নিরিখে বিশ্বজয়ী প্রাক্তন অজি অধিনায়ককে টপকে যাবেন রোহিত।
এদিকে, অ্যাডিলেড সিরিজে সমতায় ফেরার আশায় অজি দলে অল্প কিছু বদল হবে বলে মনে করছিলেন অনেকে। মার্নাস লাবুশেন দীর্ঘসময় ধরে ফর্মে নেই। প্রায় দেড় বছর হয়ে গিয়েছে কোনও সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাট থেকে। তাঁকে ছাঁটাই করা হতে পারে বলে মনে করছিলেন অনেকে। তবে আদতে কি হবে, সেটা হয়তো সময়ই বলবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন