Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

অনুমতি ছাড়াই গাছ কাটায় বিতর্কে স্কুল কর্তৃপক্ষ, অভিযোগ দায়ের বিরোধী দলনেতার

 ‌

School-in-controversy-over-tree-cutting

সমকালীন প্রতিবেদন : বনদপ্তরের ‌কোনওরকম সরকারি অনুমতি ছাড়াই স্কুলের গাছ কেটে ফেলার অভিযোগ উঠল স্কুল পরিচালন কমিটির বিরুদ্ধে। বাগদা থানার হেলেঞ্চা হাইস্কুলের এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি মেল করে জেলা বনাধিকারিক এবং বনগাঁর পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালেন বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা।

জানা গেছে, হেলেঞ্চা হাইস্কুলের পেছন দিকেটিতে বেশ কিছু গাছ ছিল। অভিযোগ, সেই গাছগুলি কেটে বিক্রি করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অথচ এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ বন দপ্তরের কোনও অনুমোদন নেয়নি। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি।  

যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই জায়গায় ব্লক অফিসের মাধ্যমে একটি কমিউনিটি সেন্টার তৈরি হবে। সেই কারণে স্কুলে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে ওই জায়গার গাছ কেটে পরিষ্কার করা হচ্ছে।

স্কুলের বর্তমান পরিচালন কমিটির সভাপতি বিধানচন্দ্র রায় বলেন, দুটি ছোট ছোট চটকা গাছ কেটে এলাকা পরিষ্কার করা হচ্ছিল। উন্নয়নের কাজ করা হচ্ছিল। বিরোধীরা স্কুলকে বদনাম করবার জন্য এই চক্রান্ত করেছে।

স্কুলের প্রাক্তন সভাপতি চন্দন সরকারের অবশ্য অভিযোগ, মোটা মোটা গাছ কেটে উন্নয়ন করা যায় না। তার জন্য বনদপ্তরের অনুমতি লাগে। বন দপ্তরের অনুমতি ছাড়াই এভাবে গাছ কেটে বিক্রি করে দুর্নীতি করা হয়েছে।

এ ব্যাপারে অভিযোগকারী সৌরভ গয়ালির দাবি, স্কুলের বড় বড় গাছ এইভাবে কেটে ফেলায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। সেই কারণে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। 








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন