Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

পন্থের জন্য চেন্নাইয়ের সঙ্গে টক্কর হবে নাইটদের

 

Rishav-Pant

সমকালীন প্রতিবেদন : শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়ার পর আপাতত কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনের আসন ফাঁকা। এদিকে আবার সল্ট ও গুরবাজকে ছেড়ে দেওয়ার কারণে উইকেটকিপার ব্যাটসম্যানের জায়গাও ফাঁকা হয়েছে নাইট শিবিরে। অন্যদিকে আবার দিল্লিও ছেড়ে দিয়েছে তাঁদের ক্যাপ্টেন ঋষভ পন্থকে। 

এদিকে, কলকাতা ধরে রেখেছে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, রমনদীপ সিং এবং হর্ষিত রানাকে। তাঁদের মধ্যে রাসেল এবং নারিনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু দু’জনেই কেরিয়ারের শেষ প্রান্তে। কলকাতা চাইছে একজন দীর্ঘমেয়াদি অধিনায়ক। 

তাই ঋষভকে দলে নিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইবে নাইট ম্যানেজমেন্ট। বিশেষজ্ঞরা বলছেন, তাঁকে অধিনায়ক করার জন্য ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স। তবে এক্ষেত্রে বড় লড়াইয়ের সম্মুখীন হতে হবে কেকেআরকে। কারণ, পন্থের জন্য টাকার থলি নিয়ে ঝাঁপাতে পারে চেন্নাই সুপার কিংসও। 

ইতিমধ্যেই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করেছেন পন্থ। সেই সময় উপস্থিত ছিলেন সুরেশ রায়নাও। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতেন তিনি। ধোনিকে রেখে দিয়েছে চেন্নাই। এমন দু’জনের সঙ্গে পন্থের সাক্ষাৎ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

সেই সঙ্গে রায়না বলেন, “দিল্লিতে আমি ধোনির সঙ্গে দেখা করি। সেখানে আমাদের সঙ্গে পন্থও ছিল। কেউ একজন খুব তাড়াতাড়ি হলুদ জার্সি পরবে।” তাই  নিলামে পন্থের জন্য কলকাতা বনাম চেন্নাই লড়াই হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। 

এদিকে আবার বেঙ্গালুরুর একজন উইকেটরক্ষক এবং অধিনায়ক প্রয়োজন। গতবারের উইকেটরক্ষক দীনেশ কার্তিক অবসর নিয়েছেন। গতবারের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকেও দলে রাখেনি বেঙ্গালুরু। অধিনায়ক এবং উইকেটরক্ষক একসঙ্গে পেতে হলে তাঁকে নিতেই পারে বেঙ্গালুরু। 

যদিও লখনৌ সুপার জায়ান্টস লোকেশ রাহুলকে ছেড়ে দেওয়ার পর তিনি পুরনো দলে ফিরতে পারেন বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে বেঙ্গালুরু পন্থ এবং রাহুলের মধ্যে একজনকে নেবে। তবে আদতে কি হবে, সেটা একমাত্র বলবে সময়। 









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন